যৌনসঙ্গম করেনি, এমনকি চুমুও খায়নি,এমন নায়িকাই খুঁজত পরিচালকরা! বিস্ফোরক মহিমা
সে আজ থেকে প্রায় ২৫ বছর আগের কথা। সুভাষ ঘাই-এর ‘পরদেশ’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন মহিমা চৌধুরী (Mahima Chaudhry)। শাহরুখের বিপরীতে মহিমার উজ্জ্বল উপস্থিতি আজও ভুলতে পারেনি দর্শক। পরে যদিও সেভাবে বলিউডে নিজের ছাপ ফেলতে পারেননি এই অভিনেত্রী।
মহিমার কথায় একটা সময় ভীষণভাবে পুরুষশাসিত ছিল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। ২০২১ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মহিমা জানিয়েছিলেন ব্যক্তিগত জীবনের জন্য বহু ছবি থেকে বার করে দেওয়া হয়েছে নায়িকাদের। অভিনেত্রীরা বরাবরই লিঙ্গ বৈষম্যের শিকার, হিরোদের তুলানায় তাঁদের পারিশ্রমিক অনেকটা কম। যদিও হালফিলে সেই চিত্রটা খানিক বদলেছে বলে জানান মহিমা। মঙ্গলবার জীবনের আরও একটা বসন্ত পার করে ফেলেলন ক্যানসার জয়ী এই অভিনেত্রী। চলুন ফিরে দেখা যাক ঠিক কী বলেছিলেন মহিমা।
অভিনেত্রী জানিয়েছিলেন, ‘আমাদের সময় একজন অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও তাঁর কেরিয়ারের উপর যথেষ্ট প্রভাব ফেলত। এমনকি কোনও অভিনেত্রী কাউকে ডেটিং শুরু করলে, মানুষ নাকি তাঁকে ভুলে যাওয়া শুরু করত। নায়িকার কথায়, ‘সেই সময় ভার্জিন মেয়েরা যারা কোনওদিনও চুমু খায়নি-তারাই ছিল নায়িকা হওয়ার দৌড়ে এগিয়ে, যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার কেরিয়ার শেষ। আর যদি তোমার সন্তান থাকে তাহলে তো ভুলেই যাও… সব শেষ । নব্বইয়ের দশকে নায়িকাদের সম্পর্কের স্টেটাস কতটা গুরুত্বপূর্ণ ছিল তা তুলে ধরেন মহিমা।
আরও পড়ুন-মিনি স্কার্ট সরতেই বেরিয়ে এল প্যান্টি! পোশাক বিভ্রাট উরফির, তুমুল ভাইরাল ভিডিয়ো
শুধু নায়িকা নয়, নায়কদের অনেক কিছুর মুখোমুখি হতে হত দাবি মহিমার। অভিনেত্রী যোগ করেন, ‘কয়ামত সে কয়ামত তাক’ মুক্তির সময় আমির খান বিবাহিত সেই খবরটা চেপে রাখা হয়েছিল। গোবিন্দার ক্ষেত্রেও তাই.. তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে, এখনকার নায়িকারা বিয়ের পরও চুটিয়ে কাজ করছেন। দর্শকেরা সেটাকে সাদরে গ্রহণ করছেন। তাঁর কথায়, ‘এখন নায়িকাদের মানুষ বিভিন্ন চরিত্রে দেখতে পছন্দ করছে। এমনকি রোম্যান্টিক চরিত্রেও বিবাহিত নায়িকারা জমিয়ে অভিনয় চলেছেন। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনকেও সমানভাবে বজায় রেখেছেন তাঁরা’।
জুন মাসে অনুপম খের জানিয়েছিলেন মহিমার ক্যানসার আক্রান্ত হওয়ার কথা। স্তন ক্যানসারের কবলে পড়েছিলেন অভিনেত্রী। তবে এখন সম্পূর্ণ ক্যানসার মুক্ত তিনি। আগামিতে তাঁকে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতের ‘এমার্জেন্সি’তে।
For all the latest entertainment News Click Here