যৌনতায় ভরপুর, ভোজপুরি গান ‘আগ লাগে না রাজা’য় ব্লাউজ-সায়া পরে অক্ষরার নাচ ভাইরাল
অক্ষরা সিংকে ভোজপুরি সিনেমার ‘রানি’ হিসেবে ধরা হয়। এটতাই তাঁর জনপ্রিয়তা যে গোটা দেশে ছড়িয়ে আছে তাঁর অনুরাগীরা। সম্প্রতি তাঁর নতুন একটি গান ‘আগ লাগে না রাজা’ ভাইরাল হয়েছে ইন্টারনেটে। গানে অক্ষরার সাথে দেখা মিলেছে খেসারি লাল যাদবেরও।
ভোজপুরি ইন্ডাস্ট্রির জান অক্ষরা আর খেসরি দু’জনেই। ভক্তের সংখ্যাও প্রচুর। আর এরকম একটা গানে তাঁদের দেখা গেলে সেই ভিডিয়ো তো ভাইরাল হবেই। প্রসঙ্গত, অক্ষরা ও খেসারি একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন। আর সবক’টিই তুমুল জনপ্রিয়তা পেয়েছে।
বেডরুম রোম্যান্স ফুটে উঠেছে এই গানে। যেখানে দেখা যাচ্ছে অক্ষরা যৌনতায় ভরপুর নানা অঙ্গভঙ্গীর মাধ্যমে খেসারি লাল যাদবকে উদ্দীপ্ত করার চেষ্টা চালাচ্ছে। ব্লাউজ আর সায়াতেই দেখা মিলেছে অভিনেত্রীর। বেশ কিছু দৃশ্যে ফুটে উঠেছে চুড়ান্ত ঘনিষ্ঠতা!
যদিও এই গানটি বেশ পুরনো। আসলে নতুন করে ভাইরাল হয়েছে ‘আগ লাগে না রাজা’। দিন কয়েক আগেই রিয়ালিটি শো ‘বিগ বস ওটিটি সিজন ওয়ান’-এ ভাগ নিয়েছিলেন তিনি। সেখানে বিতর্কিত মন্তব্য, শমিতা শেট্টির সাথে বাকবিতণ্ডার কারণে খবরের শিরোনামে আসেন বারবার। এছাড়া সোশ্যাল মিডিয়ায় হট ছবি দিয়েও খবরে থাকেন এই ভোজপুরী অভিনেত্রী।
প্রসঙ্গত, অক্ষরা সিং এবং খেসারি লাল যাদবকে সম্প্রতি হিন্দি গান ‘পানি-পানি’-এর ভোজপুরি সংস্করণে বাদশার সঙ্গে দেখা গেছে। এই গানটিও সুপারহিট হয়েছে। এই জুটিকে বড় পর্দায় একসঙ্গে ফের দেখার অপেক্ষায় ভক্তরা।
For all the latest entertainment News Click Here