‘যৌনতার সময়ে পুরুষরা দুটি কন্ডোম পরলে বিপদ কমে?’ উত্তর দিলেন রকুলপ্রীত সিং
স্কুল, কলেজে যৌন শিক্ষা চালু করা হোক, এদাবি বহুবার উঠেছে। তবে স্কুল, কলেজে চালু করা না গেলেও সামাজিকভাবে মানুষকে যৌন শিক্ষায় শিক্ষিত করে তোলা প্রয়োজন বলে অনেকেই মনে করেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে যৌনশিক্ষা নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী রকুলপ্রীত সিং। তেজস দেওসকর পরিচালিত তাঁর সাম্প্রতি ছবি ‘ছত্রীওয়ালি’র বিষয়বস্তুও ছিল যৌনশিক্ষা।
একটি ইউটিউব ভিডিয়োতে যৌনতা নিয়ে প্রচলিত কিছু মিথের বিষয়ে কথা বলেছেন রকুল। প্রশ্ন করা হয় গর্ভধারণ আটকাতে পুরুষদের কি একটির বদলে দুটি কন্ডোম ব্যবহার করা উচিত? অভিনেত্রী বলেন, ‘এটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ ঘর্ষণে কন্ডোম দুটি ছিঁড়ে যেতে পারে, তাতে সমস্যা আরও বাড়বে কিন্তু কমবে না। আশাকরি আপনি সেটা চাইবেন না?’ রকুলের পরামর্শ, ‘এর থেকে গর্ভনিরোধক ব্যবহার করুন, কিংবা মহিলা কন্ডোমও ব্যবহার করা যেতে পারে।’
রকুলপ্রীতের সঙ্গে কথোপকথনের এই অনুষ্ঠানটি ইউটিউব লাইভে সম্প্রচারিত হয়। ?’ এখানেই শেষ নন, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম থেকে মুক্তি পাওয়ারও পরামর্শ দেন রকুলপ্রীত। পরিমিত খাবার খান, ওজন বাড়াকমা এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপ থাকলে এই সমস্যা হতে পারে।
রকুলপ্রীতের কথায়, ঠিকমতো যৌনশিক্ষা না থাকায় বিপদে বেশি মহিলারাই পড়েন। অনেকসময় অল্পবয়সে গর্ভসঞ্চারের কারণে বহু তরুণীকে লজ্জায় আত্মহননের পথ বেছে নিতেও দেখা গিয়েছে। তাই লজ্জা ভুলে নারী-পুরুষ উভয়কেই যৌনশিক্ষায় শিক্ষিত হতে হবে। ঠিক শিক্ষা, ধারনা থাকলে ভুল হওয়ার সম্ভবনা কমে বলেই মনে করেন অভিনেত্রী।
সন্তানধারনের ক্ষমতা সংরক্ষণ করে রাখার অন্যতম বিকল্প হতে পারে ‘এগ ফ্রিজিং’ তথা ডিম্বাণু সংরক্ষণ, এই প্রসঙ্গটিও উঠে আসে রকুলপ্রীতের কথায়। প্রসঙ্গত সম্প্রতি মুক্তি পাওয়া রকুলপ্রীতের ‘ছত্রীওয়ালি’ ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে সুমিত ব্যাস, সতীশ কৌশিক, ডলি আহলুওয়ালিয়া, রাজেশ তাইলাং-কে গুরুত্বপূর্ণ রনি স্ক্রুওয়ালা প্রযোজনায় তৈরি এই ছবিটি OTT প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।
For all the latest entertainment News Click Here