যে মেয়ের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন, সেই পূজাকেই ভুললেন মহেশ! ধ্যানজ্ঞান শুধুই আলিয়া?
নব্বইয়ের দশকের গোড়ার দিকে এক নামী ফিল্ম ম্যাগাজিনের কভার পেজে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে দেখা গিয়েছিল বাবা-মেয়ের জুটি মহেশ ভাট এবং পূজা ভাটকে। সেই নিয়ে কম ছিছিকার হয়নি সেইসময়। ওই ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ‘জখম’ পরিচালক যা বলেছিলেন তা আরও বিতর্কিত। মহেশ ভাটের কথায়,‘পূজা আমার মেয়ে না হলে আমি ওকেই বিয়ে করতাম’। মহেশ ভাট ও তাঁর প্রথম স্ত্রী কিরণ (লরেন ব্রাইট)-এর মেয়ে পূজা। মহেশ ভাটের প্রথম সন্তান তিনি, আচমকাই সোশ্যাল মিডিয়ায় ফের চর্চায় বাবা-মেয়ের সম্পর্কের সমীকরণ।
সম্প্রতি ছোট মেয়ে আলিয়ার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন মহেশ ভাট। ছবি দেখে বার হওয়ার সময় এক পাপারাৎজি পূজা ভাটকে নিয়ে প্রশ্ন করে বসেন মহেশকে। অথচ মেয়ের নাম শুনে যেন আকাশ থেকে পড়েন মহেশ। পালটা বলে বসেন, ‘কে?’ আসলে এক ছবি শিকারি মহেশ ভাটের কাছে জানতে চান, ‘বিগ বসে পূজা ভালো খেলছে তো?’ সে কথা শুনেই আলিয়ার বাবা বলেন, ‘কে?’ সেই চিত্র সাংবাদিক পালটা জানান- ‘পূজা ভাট’। এমনটা শোনবার পর মহেশ ভাট বলেন- ‘আমি এখন আলিয়ার ফ্যান, রকি অউর রানি কি প্রেম কাহানি’তে দুর্দান্ত পারফর্ম করেছেন আলিয়া’।
মহেশের দুই মেয়েকে নিয়ে এমন দ্বিচারিতা দেখে হয়রান সকলেই। অনেকের মনেই প্রশ্ন তবে কি বড় মেয়ের সঙ্গে মনোমালিন্য হয়েছে বর্ষীয়ান পরিচালকের? একজন লেখেন, ‘দুই মেয়েকে নিয়ে দু-রকম প্রতিক্রিয়া, নিঃসন্দেহে পুরুষতান্ত্রিক মানসিকতার পরিচায়ক’। অপর একজন লেখেন- ‘নিজের মেয়ের গুণগান করছে, এমনিতেও লোকটা অদ্ভূত ধরণের’। বেশিরভাগ জনই মহেশের আচরণকে ‘পক্ষপাতপূর্ণ’ ও ‘একচোখামির পরিচায়ক’ বলে কটাক্ষ করেন।
এই মুহূর্তে বিগ বস ওটিটি ২-এর মঞ্চে দেখা যাচ্ছে পূজাকে। শোনা যাচ্ছে শীঘ্রই শারীরিক কারণে এই শো থেকে সাময়িক বিরতি নেবেন পূজা। যদিও তাঁর শরীরে ঠিক কী সমস্য়া দেখা দিয়েছে তা স্পষ্ট নয়। জানা গিয়েছে, সবরকমে মেডিক্যাল টেস্ট শেষে ফের বিগ বসের ঘরে ফিরত আসবেন আমিরের ‘দিল হ্যায় কে মানতা নেহি’ নায়িকা।
মহেশ ভাটের ব্যক্তিগত জীবন সর্বদাই থেকেছে চর্চায়। বিবাহিত মহেশের সঙ্গে অভিনেত্রী পারভিন বাবির প্রেম নিয়ে কম আলোচনা হয়নি। এরপর প্রথম স্ত্রী কিরণকে (লরেন ব্রাইট)-কে ডিভোর্স না দিয়েই সোনি রাজদানকে বিয়ে করেন মহেশ। সোনিকে বিয়ে করতে ইসলাম গ্রহণ করে আসরাফ ভাট নাম নেন আশিকি পরিচালক। মহেশ ও কিরণের দুই সন্তান পূজা ভাট ও রাহুল ভাট। অন্যদিকে সোনি ও মহেশের দুই সন্তান- শিরিন ও আলিয়া।
For all the latest entertainment News Click Here