যে প্রযোজকের টাকায় রোজ ডাকা হত যৌনকর্মী, তাঁকেই নাকি রক্তারক্তি ধর্ষণ করেন শাকিব
ফের বিতর্কে বাংলাদেশের শাকিব খান। এবার তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন মহিলা প্রযোজক। আর এই অভিযোগ এনেছেন ঢালিউডের ‘অপারেশন অগ্নিপথ’-এর প্রযোজক রহমত উল্লাহ। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীসমিতি সহ মোট ৪টি সংগঠনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন রহমত। তাঁর লিখিত অভিযোগ জানানোর খবর নিশ্চিত করেছেন শিল্পীসমিতির সাধারণ সম্পাদক নিপুণ আখতার।
নিপুণ আখতার বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানান, ‘আমরা শাকিব খানের বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি ভীষণ স্পর্শকাতর। এ বিষয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।অভিযোগ তো যে কেউ করতে পারেন, তবে বিষয়টা খতিয়ে দেখতে হবে। এটা নিয়ে অভিযোগকারী রহমন উল্লাহ ও অভিযুক্ত শাকিব খান দুজনের সঙ্গেই আমরা কথা বলব। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে শাকিব এবং শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন দুজনেই দেশের বাইরে রয়েছেন, তাই তাঁরা দেশে ফিরলে তবেই বিষয়টি নিয়ে এগোনো সম্ভব।’
আরও পড়ুন-‘বাছাইয়েই গোলযোগ! অস্কারে ভুল ছবি পাঠানো হচ্ছে’! বলছেন এআর রহমান
জানা যাচ্ছে, ঘটনাটি আসলে ২০১৭ সালের। সেসময় শাকিব অস্ট্রেলিয়াতে ‘অপারেশন অগ্নিপথ’ ছবির শ্যুটিং করছিলেন, সেখানেই নাকি প্রথমে সহ প্রযোজকের কাছে অভিযোগ জানান রহমন উল্লাহ, যেকারণে তাঁকে সেদেশের পুলিশ গ্রেফতারও করে। সম্প্রতি গত ১৫ মার্চ অস্ট্রেলিয়া নিবাসী প্রযোজক নতুন করে পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন-বাম দিকের গালে লাল দগদগে ক্ষত, অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ে এ কী হাল হল দিব্যার!
প্রযোজক রহমত উল্লাহের অভিযোগপত্রে বেশ ভয়ঙ্কর দাবি করা হয়েছে, বলা হয়েছে ‘শ্যুটের সময় শাকিবকে নাকি নিয়মিত পতিতালয়ে যেতে হত। আর তা না হলে হোটেলেই যৌনকর্মীদের আনতে হত। কোনও কোনও দিন একাধিকবারও এমন ঘটনা ঘটেছে। আর যৌনকর্মীদের পারিশ্রমিক দিত হত আমাদের (প্রযোজকদের)।’ এখানেই শেষ নয়, এক নারী সহ প্রযোজককেও শাকিব নাকি পৈশাচিকভাবে ধর্ষণ করেন, রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই নির্যাতিতা সেসময়ই অস্ট্রেলিয়া পুলিসের দারস্থ হয়েছিলেন, তিনি আসলে বাংলাদেশ বংশোদ্ভূত মহিলা। রহমত উল্লাহ জানিয়েছেন, সেসময়ও তিনি ফৌজদারি মামলার সাক্ষী ছিলেন। তাঁর দাবি সকলেই যখন নির্যাতিতাকে নিয়ে হাসপাতালে ব্যস্ত তখন শাকিব খান চুপিসারে বাংলাদেশে ফিরে আসেন। ২০১৮ সালে শাকিব ফের অস্ট্রেলিয়া পৌঁছলে তাঁকে পুলিশ গ্রেফতার করে। সামাজিক চাপে বাধ্য হয়ে নির্যাতিতা চুপ ছিলেন, তাই সে যাত্রায় মুক্তি পান শাকিব।
For all the latest entertainment News Click Here