‘যে জিতবে ডিনারের বিল তার’, তিক্ততা ভুলে ‘ব্রোম্যান্সে’ মাতলেন জকোভিচ-কিরগিয়স
শুভব্রত মুখার্জি
রবিবার চলতি উইম্বলডনের পুরুষ সিঙ্গেলস বিভাগের ফাইনালে মুখোমুখি হবেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ এবং অস্ট্রেলিয়ার ‘বিতর্কিত’ চরিত্র নিক কিরগিয়স। একদিকে নোভাক জকোভিচ যখন তাঁর কেরিয়ারের ২১তম গ্রান্ড স্ল্যাম জয়ের লড়াই চালাবেন। নিক কিরগিয়সের সঙ্গে নোভাক জকোভিচের সম্পর্ক একেবারেই ভালো ছিল না একটা সময় পর্যন্ত।
তবে সেই সব এখন অতীত। দুজনের মধ্যে এখন ‘ব্রোমান্স’ এতটাই বেশি যে, উইম্বলডনের ফাইনালের পরে তাঁরা একসাথে ডিনারে যাবেন। যিনি ফাইনাল জিতবেন, ডিনারের বিল মেটাবেন তিনি! একথা জানিয়েছেন নিক কিরগিয়স।
আরও পড়ুন:- Wimbledon Women’s Singles Final 2022: ‘প্রথমের’ লড়াইয়ে দুর্দান্ত জয় রিবাকিনার, উইম্বলডনের শতবর্ষে হল না ‘আরব বসন্ত’
প্রসঙ্গত বছরের প্রথম দিকে অস্ট্রেলিয়ান ওপেনের সময় থেকেই নিক কিরগিয়স এবং নোভাক জকোভিচের সম্পর্কের উন্নতি ঘটতে শুরু করে। ভ্যাকসিন না নেওয়ার কারণে জকোভিচকে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে দেওয়া হয়নি। সেইসময় নোভাকের পাশে দাঁড়িয়েছিলেন নিক।
আরও পড়ুন:- Wimbledon 2022: ট্রফি না জিতেও ভক্তদের কাছে ‘উইম্বলডন চ্যাম্পিয়ন’ নাদাল, রাফার আচরণে মুগ্ধ হবেন আপনিও, ভিডিয়ো
চলতি উইম্বলডনের ফাইনালের আগে অনুশীলনেই তাঁদের একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়। সেখানে কথাও হয় দুজনের। তারপরেই তাঁরা তাঁদের বার্তালাপ নিয়ে যান ইন্সটাগ্রামে। যাতে করে তাদের সমর্থকরা তা দেখতে পান। যেখানে জকোভিচ লেখেন, ‘৫ বছর লেগেছে তোমার (নিক) আমার সম্বন্ধে কিছু ভালো কথা বলতে।’ জবাবে কিরগিয়স লেখেন, ‘তবে আমি তোমাকে সমর্থন করেছি যখন তোমার সেটার প্রয়োজন ছিল সবথেকে বেশি।’ জবাবে জকোভিচ লেখেন, ‘হ্যাঁ তুমি সেটা করেছিলে এবং সেটাকে আমি তারিফ করি।’
For all the latest Sports News Click Here