যেদিকে তাকাবেন শুধুই মন্ধনা, নিজের রেকর্ড বারবার ভেঙে চলেছেন স্মৃতি
আয়ারল্যান্ডের বিরুদ্ধে চলতি মহিলা টি-২০ বিশ্বকাপের শেষ লিগ ম্যাচে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে স্মৃতি মন্ধনা। ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ৮৭ রান করে আউট হন তিনি। স্মৃতির ব্যাটে ভর করেই ভারত ৬ উইকেটে ১৫৫ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে এবং ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে। সেই সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করে টিম ইন্ডিয়া।
উল্লেখযোগ্য বিষয় হল, আয়ারল্যান্ডের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি করার পথে একাধিক রেকর্ড গড়েন মন্ধনা। বরং বলা ভালো যে, নিজের পুরনো রেকর্ড ফের ভেঙে দেন স্মৃতি।
প্রথমত, আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে মন্ধনার এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৬ রান করেছিলেন তিনি। এতদিন সেটিই ছিল তাঁর সব থেকে বেশি রানের আন্তর্জাতিক টি-২০ ইনিংস। এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮৭ রান সেই জায়গা দখল করে।
আরও পড়ুন:- ‘বন্ধ করো RCB-RCB চিৎকার, এখন আমি INDIA-র’, কোহলির নির্দেশে বদলে গেল দর্শকদের জয়ধ্বনি- ভিডিয়ো
দ্বিতীয়ত, মেয়েদের ক্রিকেটে পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে কোনও ভারতীয় ওপেনারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত আন্তর্জাতিক টি-২০ ইনিংস। আগে এই রেকর্ড ছিল মন্ধনার নামেই। স্মৃতি নিজের এই রেকর্ড বারবার ভাঙেন। দেখে নেওয়া যাক এই নিরিখে সেরা পাঁচের তালিকা।
৮৭- স্মৃতি মন্ধনা (বনাম আয়ারল্যান্ড, ২০২৩)
৮৬- স্মৃতি মন্ধনা (বনাম নিউজিল্যান্ড, ২০১৯)
৮৩- স্মৃতি মন্ধনা (বনাম অস্ট্রেলিয়া, ২০১৮)
অপরাজিত ৭৯- স্মৃতি মন্ধনা (বনাম ইংল্যান্ড, ২০২২)
৭৯- স্মৃতি মন্ধনা (বনাম অস্ট্রেলিয়া, ২০২২)
আরও পড়ুন:- Ranji Trophy: রঞ্জিতে ছক্কা হাঁকানোয় মায়াঙ্কদের টেক্কা দিলেন বিহারের অখ্যাত তরুণ, চোখ রাখুন সেরা পাঁচের তালিকায়
তৃতীয়ত, মিতালি রাজের পরে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে মহিলা টি-২০ বিশ্বকাপে পরপর ২টি হাফ-সেঞ্চুরি করেন মন্ধনা। মিতালি ২০১৮ টি-২০ বিশ্বকাপে এমন কৃতিত্ব অর্জন করেন। এবার মন্ধনা সেই নজির গড়লেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮৭ রান করার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫২ রান করেন তিনি।
সর্বোপরি দক্ষিণ আফ্রিকার মাটিতে মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কোনও ভারতীয় ক্রিকেটারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। মন্ধনা এই নিরিখে মিতালির রেকর্ড ভেঙে দেন। মিতালি ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ৭৬ রান করে অপরাজিত থাকেন।
মন্ধনা চোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্য়াচে মাঠে নামেননি। তবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ৩টি ম্যাচে খলতে নামেন তিনি। তিনটি ইনিংসে যথাক্রমে ১০, ৫২ ও ৮৭ রান সংগ্রহ করেন স্মৃতি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here