‘যেখানে আমি সেখানে অরিজিৎ দাদা’, বাঙালি গায়কে মুগ্ধ শাহরুখ, সামনে এল বড় আপটেড
এই মুহূর্তে বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির এক নম্বর তারকা জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং। নিজেদের ছবিতে অরিজিৎ সিং-কে দিয়ে গান গাওয়াতে মুখিয়ে থাকেন প্রযোজক থেকে মিউজিক ডিরেক্টররা। ‘জওয়ান’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। এখন শাহরুখ খানের ছবি মানেই অরিজিৎ সিং-এর গান। ‘পাঠান’ ছবির টাইটেল ট্র্যাক গেয়েছিলেন অরিজিৎ, শোনা গিয়েছিল ‘জওয়ান’ ছবিতেও রয়েছেন অরিজিৎ-এর গান। সেই খবরে বৃহস্পতিবার সিলমোহর দিলেন খোদ শাহরুখ।
একটা সময় শাহরুখের লিপে গান মানেই ছিল অভিজিৎ ভট্টাচার্যের কন্ঠ। আর ধীরে ধীরে শাহরুখের কণ্ঠ হিসাবে সঙ্গীত পরিচালকদের পছন্দের তালিকায় নাম লিখিয়েছেন অরিজিৎ সিং। একের পর এক চার্টবাস্টার গান শ্রোতা-দর্শকদের উপহার দিয়ে চলেছে এই জুটি।
বৃহস্পতিবার ‘জওয়ান’ ছবির গানের শ্যুটিংয়ের ফাঁকে অনুরাগীদের সঙ্গে টুইটারে খানিক সময় আড্ডা দেন শাহরুখ। সুযোগ করে দেন যেমন খুশি প্রশ্ন সামনে রাখবার। #AskSRK সেশনেই এক শাহরুখ ভক্ত অভিনেতার কাছে প্রশ্ন রেখেছিল, ‘জওয়ানে কি কোনও অরিজিতের গান থাকছে?’ প্রশ্নের জবাবে আত্মবিশ্বাসের সুরে শাহরুখ জানান, ‘একদম, যেখানে আমি সেখানে অরিজিৎ দাদা তো থাকবেনই!’
‘জালিমা’, ‘গেরুয়া’ থেকে শুরু করে হালফিলে ‘ঝুমে জো পাঠান’, শাহরুখের লিপে একাধিক হিট গান শ্রোতাদের উপহার দিয়েছেন অরিজিৎ। আর ‘জওয়ান’ ছবিতেও তাঁর থাকছে, এ খবর জেনে উচ্ছ্বসিত গায়কের ভক্তরা। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে অনিরুদ্ধ রবিচন্দের। শাহরুখ নিজে ‘জওয়ান’-এর মিউজিকের খুটিনাটি নিয়ে খোঁজ নিচ্ছেন সবসময়। তাঁর ইচ্ছাতেই নাকি অরিজিতকে দিয়ে প্লে-ব্যাক করানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। সূত্র মারফত এও জানা যাচ্ছে, জওয়ানের প্রথম গান হিসাবেই নাকি মুক্তি পাবে অরিজিতের গাওয়া এই রোম্যান্টিক নম্বর।
গত বছর নভেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দেখা হয়েছিল শাহরুখ-অরিজিতের। সেই মঞ্চে দাঁড়িয়েই শাহরুখ জানিয়েছিলেন ‘ঝুমে জো পাঠান’-এর কথা। চলতি বছরের অন্যতম সুপারহিট গান সেটি। ‘জওয়ান’-এর গানও ধামাকা করবে সেই ব্যাপারে আত্মবিশ্বাসী দুই তারকার ভক্তরা।
প্রসঙ্গত, শাহরুখ বন্ধু সলমনের ছবিতে আজও ব্রাত্য অরিজিৎ সিং। পুরোনো ঝামেলার ক্ষত আজও ভোলেননি ভাইজান। বলিউডে কানাঘুষো শোনা যায়, একবার নয়, তিনবার অরিজিতের গান নিজের ছবি থেকে বাদ দিয়েছেন দাবাং খান। সুলতান ছবি থেকে অরিজিতের গলায় ‘জগ ঘুমেয়া’ গান বাদ পড়ার পর তো ফেসবুকে লম্বা চওড়া পোস্ট লিখে সলমনের কাছে ক্ষমাও চেয়েছিলেন অরিজিৎ, পরে যদিও তা মুছে দেন গায়ক। প্রকাশ্যে সলমন অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে বলেছেন, ছবির মিউজিকের ব্য়াপারে তিনি নাক গলান না। সলমনের ছবি থেকে বাদ থাকলেও শাহরুখের ছবিতে এখন অপরিহার্য হয়ে উঠেছেন অরিজিৎ। এখন দেখার সলমন কবে অরিজিতের মর্ম বোঝেন!
For all the latest entertainment News Click Here