‘যেই গরুর দুধ খাও…’ ফেসবুকে চরম ট্রোল্ড সন্দীপ্তা, কী এমন করেছিলেন নায়িকা?
সন্দীপ্তা সেন মোটামুটি যে কোনও ধরনের বিতর্ক এড়িয়ে চলতে পছন্দ করেন। নিজের মতো কাজ করেন। রিলস বানান। কিন্তু বৃহস্পতিবার কী এমন হল যে তাঁকে ট্রোল্ড হতে হল?
বৃহস্পতিবার বকরি ইদ বা কোরবানির ইদ ছিল। সেই উপলক্ষ্যে নায়িকা তাঁর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘এই ইদ আপনাকে শান্তি দিক, আনন্দ দিক। খুশি দিক।’ তাঁর এই পোস্ট দেখার পর থেকে তাঁর ভক্তরা তাঁকে নিয়ে ট্রোল শুরু করেন। চরম কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। নেট পাড়ার অনেকেই ধর্ম টেনে এনে তাঁকে কটাক্ষ করতে শুরু করেন।
সন্দীপ্তার এই পোস্টে এক ব্যক্তি লেখেন ‘যেই গরুর দুধ খান সেই গরুকেই যদি খেয়ে নেন তাহলে শান্তি পাবেন কী করে?’ অনেকেই তাঁর ধর্ম নিয়েও বিরূপ মন্তব্য করেন। এক ব্যক্তি তাঁকে কটাক্ষ করে লেখেন, ‘বাঙালি হিন্দুদের যে কী অবস্থা! এঁরা এখনও যে কতটা নর্দমায় পড়ে আছে সেটা তার একটা প্রমাণ।’
যদিও পোস্টে তাঁকে নিয়ে যতই কটাক্ষ চলুক, বিরূপ মন্তব্য করা হোক তিনি কাউকে কোনও জবাবই দেননি। এই ট্রোল নিয়েও কিছু বলেননি। আবার ডিলিট করেননি কোনও বিরূপ মন্তব্যও।
সম্প্রতি সন্দীপ্তা সেন অভিনীত সিরিজ নষ্টনীড় মুক্তি পেয়েছে। দর্শকদের থেকে মোটের উপর ভালোই ফিডব্যাক পেয়েছে এই সিরিজ। এছাড়া তাঁকে শিকারপুর সিরিজেও দেখা যাবে। অভিনেত্রী এখন একের পর এক সিরিজ, সিনেমায় কাজ করে চলেছেন পর পর। যদিও তাঁর উত্থান কিন্তু টেলিভিশন থেকেই। তবে তিনি এখনই ছোট পর্দায় ফিরতে চান না। যদিও মাঝে গুজব ছড়িয়ে পড়ে যে তিনি নাকি কৌশিক রায়ের সঙ্গে এক ধারাবাহিক নিয়ে ফিরছেন। যদিও তিনি সেটা অস্বীকার করেন।
টিভি৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়ে দেন, ‘আমার কাছে কোনও অফার আসেনি এমন। আর না আমি এমন কোনও ধারাবাহিকে কাজ করছি। তাছাড়া আমি এখন পর পর সিরিজে কাজ করছি। আর আপাতত কিছুদিন সেটাই করতে চাই।’
For all the latest entertainment News Click Here