যুবরাজের ছয় ছক্কার পর ব্রডকে ধোলাই বুমরাহর, মিম দিয়ে স্টুয়ার্টকে খোঁচা সেহওয়াগের
এজবাস্টনে ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে এক অভাবনীয় ঘটনায় সাক্ষী থাকে ক্রিকেটবিশ্ব। মাত্র তৃতীয় ফাস্ট বোলার হিসাবে টেস্টে ৫৫০ উইকেট নেওয়ার পরেই বিশ্বরেকর্ড, এক ওভারে ৩৫ রান দেন স্টুয়ার্ট ব্রড। তাও আবার কোনও প্রতিষ্ঠিত ব্যাটার নয়, টেলএন্ডার জসপ্রীত বুমরাহর বিরুদ্ধে।
ব্রডের বিরুদ্ধে বুমরাহর এক ওভারে সর্বাধিক রান নেওয়ার এই বিশ্বরেকর্ড ঘিরে হুলুস্থুলু পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। প্রাক্তন ভারতীয় তারকা বীরেন্দ্র সেহওয়াগ বরাবরই মজাদার মানুষ। আগে ব্যাট হাতে সকলকে মাতিয়ে রাখতেন, এখন খেলার ছাড়ার পর নিজের বুদ্ধির প্রয়োগে নানা মজাদার মন্তব্য পাশ করে সোশ্যাল মিডিয়া মাতান তিনি। ব্রডের ওই ওভারের পরেই এক মিম দিয়ে ইংল্যান্ড তারকাকে কটাক্ষ করেন বীরু। বিখ্যাত সিনেমার ডায়ালগ শেয়ার করে ব্রডকে মনোভাব তুলে ধরার চেষ্টা করেন তিনি। সেই মিমে লেখা, ‘জানি না এমন ভয়ঙ্কর পরিস্থিতি আমিই কী করে বারবার সামনে চলে আসি।’
আরও পড়ুন:- IND vs ENG Day 3 Live: সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে বেয়ারস্টো, বৃষ্টিতে থমকে ম্যাচ
আসলে ব্রডের বিরুদ্ধে কোনও ভারতীয় তারকার ব্যাট হাতে রেকর্ড গড়ার ঘটনা নতুন কিছু নয়। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংও স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধেই ছয় ছক্কা হাঁকিয়েছিলেন। এর ১৫ বছর পর এল বুমারহর বিরুদ্ধে ৩৫ রানের ওভার। দুই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই মিম শেয়ার করে ব্রডের দুর্ভাগ্য়ের কথাই তুলে ধরছেন সেহওয়াগ। ব্রডের ওই একটা ওভারের সুবাদেই ভারত ৪০০-র গণ্ডি পার করতে পারে। ভারতীয় দলের ৪১৬ রানের জবাবে তৃতীয় দিনে লাঞ্চে ইংল্যান্ডের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ২০০।
For all the latest Sports News Click Here