‘যুদ্ধ নয়, শান্তি চাই’, শিশুদের জন্য সুন্দর পৃথিবী তৈরির কাতর আবেদন রোনাল্ডোর
ইউক্রেনের উপর রাশিয়ার হামলা। ক্ষেপণাস্ত্রের ব্যবহারে রাশিয়ার ধ্বংসলীলী চালানো। হাজার হাজার মানুষের রক্তে রাঙা ইউক্রেন। এ সবের প্রতিবাদে দাউ দাউ জ্বলছে গোটা পৃথিবী। আর এর প্রতিবাদে এ বার বিভিন্ন দেশের ফুটবলারদের সঙ্গে সুর মেলালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। ইউক্রেনে শান্তির প্রতিষ্ঠার আবেদন জানালেন তিনি। শিশুদের জন্য সুন্দর পৃথিবীর বার্তা দিলেন সিআরসেভেন।
রাশিয়ার অগ্রাসনের তীব্র নিন্দা করেছেন রোনাল্ডো। গোটা পৃথিবীর মতো তিনিও ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ বার্তাই দিয়েছেন। ইনস্টাগ্রাম, যেখানে তাঁর ৪০৭ মিলিয়ন ফলোয়ার রয়েছেন, সেখানে তিনি শান্তির বার্তা দিয়েছেন। শিশুদের জন্য সুন্দর পৃথিবী তৈরির বার্তা দিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের শিশুদের জন্য একটি সুন্দর পৃথিবী তৈরি করতে হবে। বিশ্বে শান্তি আনার জন্য প্রার্থনা করছি।’
পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ী রোনাল্ডোর রিয়াল মাদ্রিদে সতীর্থ ছিলেন ইউক্রেনের গোলকিপার আন্দ্রি লুনিন। সেই সতীর্থের দেশের পাশে দাঁড়িয়েই শান্তির আবেদন জানিয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাউটেডের তারকা। ইউক্রেনের উপর রাশিয়ার নক্কারজনক আক্রমণের প্রতিবাদে রোনাল্ডোর বর্তমান ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রাশিয়ার জাতীয় বিমানসংস্থা এরোফ্লটের সঙ্গে ৪০ মিলিয়ন পাউন্ডের স্পনসরশিপ চুক্তিও বাতিল করেছে।
এ দিকে ফুটবল থেকে নির্বাসিতও করা হয়েছে রাশিয়াকে। ইউক্রেনে যুদ্ধ করার জন্য বিশ্ব ফুটবলে রাশিয়াকে একঘরে করে দিয়েছে ফিফা এবং উয়েফা। এর ফলে এই বছর কাতার বিশ্বকাপে খেলা হবে না রাশিয়ার। খেলা হবে না ইউরোপীয় ফুটবলেও।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্লে-অফ ম্যাচে পোলান্ডের সঙ্গে রাশিয়ার খেলার কথা ছিল আগামী মাসে। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা রাশিয়াকে নির্বাসিত করায় সেই ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা ইউরোপা লিগে রাশিয়ার ক্লাবগুলি আর খেলতে পারবে না। রাশিয়ার মহিলা ফুটবল দলও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ করতে পারবে না।
এর আগে সোমবার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) সব আন্তর্জাতিক ক্রীড়া সংগঠনগুলির কাছে আর্জি জানিয়েছিল, রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়, কর্মকর্তা এবং দলগুলিকে যেখানে যত দূর সম্ভব যেন বহিষ্কার করা হয়। এর পরিপ্রেক্ষিতেই রাশিয়াকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা এবং উয়েফা।
For all the latest Sports News Click Here