যা পেয়েছি, তাতেই খুশি- T20 WC-এ ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে মুখ খুললেন দ্রাবিড়
ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেছেন যে, টিম ম্যানেজমেন্ট সন্তুষ্ট । কারণ স্কোয়াডে বর্তমানে এমন দক্ষতা রয়েছে, যেটা টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে প্রয়োজন ছিল। গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে মিডিয়ার সঙ্গে কথা বলার সময়ে দ্রাবিড় বলেছিলেন যে, চোট থাকবেই। আর তার জন্য সবটা সব সময়ে নিখুঁত হবে না। তবে তিনি আত্মবিশ্বাসী যে ম্যানেজমেন্ট এমন খেলোয়াড়দের নিয়ে টিম কম্বিনেশন করতে পেরেছে, যাদের প্রত্যেকের দক্ষতা রয়েছে।
রাহুল দ্রাবিড়ের দাবি, ‘আমাদের নিজেদের মধ্যে স্বচ্ছ ধারণা ছিল যে, আমাদের কী ধরনের কম্বিনেশন প্রয়োজন। আপনি অনেক মাস আগে প্লেয়ারদের বাছাই করতে পারবেন না। কারণ তখন কে ফিট থাকবে বা কে ফর্মে থাকবে, বোঝা যায় না। আমি মনে করি, আমরা যে ধরনের দক্ষতা চাই, সেই সম্পর্কে আমরা বেশ স্পষ্ট ছিলাম। আমাদের জন্য, এটা সত্যিই গুরুত্বপূর্ণ ছিল যে, আমরা বিশ্বকাপে কী ধরনের স্কোয়াড নিচ্ছি। এবং স্পষ্ট ধারণা ছিল যে, চোট বাদে, আমরা বিভিন্ন ধরণের বোলার এবং ব্যাটারদের মধ্যে কী ধরণের দক্ষতা খুঁজছিলাম।’
আরও পড়ুন: ৬ অক্টোবর অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারত, দেখে নিন প্রস্তুতি ম্যাচ সহ ভারতের WC সূচি
ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছিলেন যে, অস্ট্রেলিয়ায় দলটি অনেক বেশি ফ্লেক্সিবেল থাকবে। ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে । সুপার ১২ পর্ব, যা ভারত এবং অন্যান্য শীর্ষস্থানীয় দলের জন্য প্রথম পর্যায়, সেটি ২২ অক্টোবর থেকে শুরু হবে। আর ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের অভিযান শুরু হবে।
আরও পড়ুন: মন্থর ব্যাটিং নিয়ে ফের সমালোচনা, রাহুলের পাশে দাঁড়ালেন প্রাক্তনীরা
দ্রাবিড় বলছিলেন, ‘ইনজুরি এবং অন্যান্য বিষয়ের জন্য সব কিছু নিখুঁত হবে না। তবে আমি মনে করি যে, স্কোয়াডের দক্ষতার পরিপ্রেক্ষিতে, প্রত্যেকেই ফিট। আমাদের যা আছে, তা নিয়ে আমি বেশ খুশি। আমাদের কাছে এমন দক্ষতা রয়েছে, যা আমাদের বিভিন্ন কম্বিনেশন এবং বিভিন্ন ধরণের একাদশ তৈরি করতে সাহায্য করবে। আপনি অস্ট্রেলিয়ায় এবং বিভিন্ন প্রতিপক্ষের উইকেটের উপর ভিত্তি করে একাদশ নির্বাচন করতে পারবেন। আমি মনে করি, এটি সত্যিই গুরুত্বপূর্ণ।’
তিনি এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘বিশ্বকাপের মতো একটি টুর্নামেন্টে, আপনাকে লিগ পর্বে পাঁচটি ভিন্ন ভেন্যুতে বা আমাদের ক্ষেত্রে চারটি ভিন্ন ভেন্যুতে খেলতে হবে এবং তার পর আশা করি, পাঁচটি আলাদা একাদশও করা যাবে। তাই আপনার স্কোয়াড কিছুটা বহুমুখী এবং ফ্লেক্সিবেল থাকতে হবে। যা আপনাকে কোনও নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে প্রয়োজন হলে কিছু পরিবর্তন করার সুযোগ করে দেবে। অবশ্যই গত কয়েকটি সিরিজে, বিভিন্ন কারণে আমরা সম্ভবত সেই স্কোয়াড নিয়ে খেলতে পারিনি। তবে আমি মনে করি যে, ১৫ জনের বেশির ভাগ ছেলেই এখন বেশ ফ্লেক্সিবেল ক্রিকেট খেলেছে। অন্তত গত ছয় মাসে যা দেখেছি।’
For all the latest Sports News Click Here