‘যা দেখি সেটা কতটা সত্যি?’ পঞ্চায়েত ভোটে মৃত্যুমিছিল নিয়ে কী বললেন অদিতি-সৌরভ
মাস পেরোয়নি এখনও। দগদগে ঘা এখনও তাজা। বোমার আঘাত, কুপিয়ে খুন কত কিছুরই না সাক্ষী থাকল এই বাংলা পঞ্চায়েত ভোটের সময়। ভোটের কাউন্টিং এর মতো এবছর মৃতের সংখ্যা গোনা হয়েছে। লাফিয়ে লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। ছাপ্পা ভোট, ব্যালট চুরি, ব্যালট পেপার খেয়ে নেওয়া সহ অনেক ঘটনাই দেখা গিয়েছে। এবার সেই প্রসঙ্গে HT বাংলার মুখোমুখি হলেন বিধায়ক অদিতি মুন্সি।
অদিতি মুন্সি সারেগামাপা রিয়েলিটি শো থেকে পরিচিতি পান। তাঁর গলায় কীর্তনের জাদুতে ভেসে যায় গোটা বাংলা। একাধিক ছবিতেও তিনি প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ করেছেন। পাশাপাশি তিনি ২০২১ সালে তৃণমূলের হয়ে রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হন।
তাঁকে সম্প্রতি HT বাংলার তরফে জিজ্ঞেস করা হয় পঞ্চায়েত ভোটের সময় বাংলা যে মৃত্যুমিছিল দেখল সেটা নিয়ে তাঁর কী মত? উত্তরে তৃণমূল বিধায়ক বলেন, ‘রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, একজন সাধারণ মানুষ হিসেবে বলছি আমরা যে দেখি বা দেখতে পাচ্ছি সেটা কতটা সত্যি কতটা মিথ্যে? আমার কিন্তু একটা বড় প্রশ্ন আছে।’
একই বিষয়ে তৃণমূলকে এক হাত নিয়ে সম্পূর্ণ অন্য মত জানান বাম সমর্থক তথা থিয়েটার কর্মী সৌরভ পালোধী। তিনি বলেন, ‘এবছর তো ভোট কাউন্টিংয়ের মতো কতজন প্রাণ হারিয়েছেন সেটা দেখানো হয়েছে। মৃত্যুর লিস্ট বেরিয়েছে। তবে খবরে যা দেখানো হয়েছে সেটা সামান্যই। এমন আরও অনেক ঘটনা ঘটেছে যা দেখানো হয়নি। আমাদের বর্ধমানে একটা শো ছিল, সেখানকার নাট্যদলের সদস্যরা আমাদের জানান যে এখন আসবেন না, আমরাই এখন বাড়িছাড়া। পরিস্থিতি স্বাভাবিক হোক তারপর। আসলে কী বলুন তো, ছোটবেলায় পাড়ায় খেলতে বেরিয়ে যখন বুঝতাম যে ৩০০ রান চেজ করতে হবে যা অসম্ভব তখন স্বাভাবিকভাবেই আম্পায়ারকে হাতে নিতে হতো, ঝামেলা বাঁধিয়ে খেলাটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হতো। এক্ষেত্রেও তাই চেয়েছিল। তাছাড়া এটা লজ্জার হলেও, মানুষ মারা একটা নেশা হয়ে দাঁড়িয়েছে এখন।’
For all the latest entertainment News Click Here