যা-তা অবস্থা! মঞ্জুলিকা হয়ে উঠলেন, পেত্নী-রাখির কাণ্ড দেখে হেসে কুটোপাটি সকলে
ভক্ত এবং অনুরাগীদের বিনোদন যোগাতে বিন্দুমাত্র জায়গা ছাড়েন না ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। সলমন খানের ‘বিগ বস’-এর ঘর থেকে প্রথম পরিচিতি পেতে শুরু করেন রাখি। এই শোয়ের হাত ধরে দর্শক মহলে তুমুল জনপ্রিয়া অর্জন করেছেন।
প্রায়শই প্রেমিক আদিলের সঙ্গে মুম্বইয়ে পাপারাৎজ্জির ক্যামেরায় লেন্সবন্দি হন রাখি। তাঁর মাখোমাখো প্রেম ধরা পড়ে ক্যামেরার লেন্সে। বর্তমানে ‘বিগ বস’ মারাঠি শোয়ে দেখা যাচ্ছে রাখিকে। সেখানে ভুলভুলাইয়া সিরিজের মঞ্জুলিকা সেজে ঘুরছেন রাখি। ঘরের মধ্যে থাকা প্রতিযোগীরা ড্রামা কুইনে দেখে হেসে কুটোপাটি। সকলের রাখির সঙ্গে বেশ মজা-ঠাট্টায় মেতে উঠেছে।
আরও পড়ুন: ‘যেদিন তুমি নিজের মিউজিক ব্যান্ড বানাবে’, তৈমুরকে নিয়ে চোখে একরাশ স্বপ্ন করিনার
নেটদুনিয়ায় তুমুল সাড়া ফেলেছেন মঞ্জুলিকা রাখি। ভাইরাল ভিডিয়োতে মঞ্জুলিকার মতো মুখে চড়া মেকআপ করে, লাল-হলুদ লেহেঙ্গা পরে, কপালে বড় টিপ, ঠোঁটে লিপস্টিক পরে দেখা মিলেছে রাখির। তাঁর মজার ভিডিয়ো হু হু করে ভাইরাল। দেখুন-
এখন পর্দার বাইরে বেশিরভাগ সময় রাখিকে দেখা যায় প্রেমিক আদিল খানের সঙ্গে। বলি পাড়ার এই নতুন জুটির প্রেম-ভালোবাসা সবটাই খুল্লামখুল্লা। আদিলের প্রেমে পড়ে নিজের পোশাকেরও পরিবর্তন করেছেন রাখি।
কাজের থেকে আজকাল ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন রাখি সাওয়ান্ত। বিশেষ করে জীবনে আদিলের প্রবেশের পর থেকে। আগে খোলামেলা পোশাক পরলেও, এখন সম্পূর্ণ গা ঢাকা পোশাকেই দেখা যায় তাঁকে। আচমকা ‘ড্রামা কুইন’য়ের এই ভোল বদল কেন? জানা গিয়েছে, ব্যবসায়ী প্রেমিক আদিল খান ডুরানি চান না ছোট পোশাকে দেখা যাক রাখিকে। প্রেমিকের কথায় সম্মতি জানিয়ে সম্প্রতি নিজেকে বদলে ফেলেছেন ড্রামা কুইনও।
For all the latest entertainment News Click Here