‘যার সাথে প্রেম করছি…’, আদৃতের প্রেম প্রকাশ্যে আসতেই মেজাজ হারালেন সৌমিতৃষা!কেন?
না, তিনি সিঙ্গল নন। চুটিয়ে প্রেম করছেন বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়ক আদৃত রায় মানে উচ্ছেবাবু। প্রেম দিবসের ঠিক আগে নিজের ‘কমিটেড’ হওয়ার কথা ঘোষণা করলেন ‘মিঠাই’ ধারাবাহিকের নায়ক। সেই নিয়ে হুলুস্থুলু কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। পরিস্থিতি এমন পর্যায়ে যে রীতিমতো ফ্যানেদের হুমকি পর্যন্ত দিলেন সৌমিতৃষা। কী ঘটেছে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে আদৃতকে প্রশ্ন করা হয়েছিল প্রেমিক হিসাবে আদৃত কেমন? নায়কের সটান জবাব, ‘এটা তো যার সঙ্গে প্রেম করছি সে বলতে পারবে। আমার তো মনে হয় আমার মতো প্রেমিক নেই। কিন্তু মাঝেমধ্যে মনে হয় এইভাবে রিঅ্যাক্ট না করলেই হত। এটা ভালোভাবে করলেই হত, আসলে গোটা বিষয়টা তাঁকে জিজ্ঞাসা করাই ভালো, যে সে আমাকে কী করে সহ্য করে’।
আদৃত খুব সন্তর্পনে প্রেমে থাকার কথা বললেও প্রেমিকার নাম মুখে আনেননি। আদৃতের উল্লেখ করা এই ‘তাঁকে’টা কে? সেই রহস্যময়ীর খোঁজে অনেক মিঠাই ভক্তই রিল লাইফ জুটির নাম একসঙ্গে জুড়ে দেন। এবং আদৃত-সৌমিতৃষাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুরু করেন। এতেই চটে যান মিঠাইরানি। এক ফ্যান-পোস্ট শেয়ার করে সৌমিতৃষা লেখেন, ‘ভুল খবর রটাবে না। রিল আর রিয়েলের তফাতটা বুঝতে শেখো। আমি কিন্তু সচেতন করলাম, আর যাঁরা এগুলো করবে আমি কিন্তু সোজা ব্লক করে দেব’।
![<p>কড়া বার্তা সৌমিতৃষার</p> <p>কড়া বার্তা সৌমিতৃষার</p>](https://images.hindustantimes.com/bangla/img/2023/02/15/original/SU_1676449338554.png)
কড়া বার্তা সৌমিতৃষার
দীর্ঘদিন ধরেই টেলিপাড়ায় আদৃত-কৌশাম্বির সম্পর্ক নিয়ে কানাঘুষোর শেষ নেই। জানা যায়, অনস্ক্রিন ‘দিদিয়া’ নন্দার প্রেমে হাবুডুবু খাচ্ছেন আদৃত। দুজনের অফস্ক্রিন রসায়ন মিঠাইয়ের সেটে কারুর নজর এড়ায় না। যদিও এর আগে প্রকাশ্যে কৌশাম্বি ও আদৃত পরস্পরকে ‘বেস্ট ফ্রেন্ড’ বলে উল্লেখ করেছেন। তবে এই বন্ধুত্বের গভীরতা অনেকটাই তেমনই দাবি করেন জুটির ঘনিষ্ঠরা। অন্যদিকে অনস্ক্রিন নায়কের প্রতি দুর্বল সৌমিতৃষাও, এই খবরও রটেছিল একটা সময়। যদিও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নায়িকা। তাঁর কথায়, আদৃত শুধুই তাঁর ভালো সহকর্মী।
প্রেম আর রোম্যান্স নিয়ে আর কী বলেছেন আদৃত? টলি-টাইমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা আরও বলেন, ‘আমি রোম্যান্টিক, তবে আমি দেখনদারির প্রেমে বিশ্বাসী নই’। প্রেমিকার কোনও অভিযোগ থাকে আদৃতকে নিয়ে? জবাবে নায়ক বলেন, ‘সে তো থাকবেই। কেউ তো আর পারফেক্ট হয় না। কিন্তু ওগুলো সব মিষ্টি অভিযোগ হয়। বাকিটা সে জানে’।
![<p>আদৃতের প্রাক্তন সুপ্রিয়া মণ্ডল</p> <p>আদৃতের প্রাক্তন সুপ্রিয়া মণ্ডল</p>](https://images.hindustantimes.com/bangla/img/2021/12/26/original/ADA_1640511330985.png)
আদৃতের প্রাক্তন সুপ্রিয়া মণ্ডল
এর আগে দীর্ঘ এক দশকের সম্পর্কে ছিলেন আদৃত। সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে তাঁর প্রেম টলিপাড়ায় কারুর অজানা ছিল না। তবে ২০২১ সালের শেষেই ভেঙে যায় সেই প্রেম, এখন অন্য কারুর হাত ধরেছেন সুপ্রিয়া। জীবনপথে এগিয়ে গিয়েছেন আদৃতও।
For all the latest entertainment News Click Here