‘যার কাছে প্রার্থনা করা হয় তিনি ফেসবুক করেন তো’, ঋত্বিকের পোস্ট নিয়ে বিতর্ক
অনেকেই বিশ্বাস করেন, প্রার্থনা যদি তা মন থেকে হয় তবে তা জয় করতে পারে সমস্ত বাধা। তা সে ভারত-পাকিস্তানের ম্যাচ হোক বা টলিউডের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অসুস্থতা– সব কিছুতেই জোর হাত হয় নেট-নাগরিকদের। মিলিত প্রার্থনা করেন সকলে ভগবানের কাছে। তবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সম্প্রতিতম পোস্ট এক নতুন বিতর্ক উসকে দিয়েছেন।
ঋত্বিক ফেসবুকে লিখেছেন, ‘অনেককেই দেখি নানা কারণে ফেসবুকে প্রার্থনা করেন। কিন্তু যার কাছে প্রার্থনা করা হয় তিনি ফেসবুক করেন তো!’ এর জবাবে বিদিপ্তা চক্রবর্তী লিখেছেন, ‘আমার কাছে প্রার্থনার সমার্থক মন থেকে চাওয়া।বেশি বেশি করে মন থেকে চাওয়া।’ বামমনস্ক অভিনেত্রী জুন আন্টি উষসী লিখেছেন, ‘এটা আমারও প্রশ্ন’। অপরকমেন্টে লিখলেন, ‘তাঁকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাই।’
এক জনৈকর মন্তব্য, ‘চোর, ডাকাত, ধর্ষক, মিথ্যাবাদী, প্রবঞ্চক, শিক্ষক, ছাত্র, নেতামন্ত্রী, শিল্পী, ব্লগার- সবাই যদি বেশে বা ছদ্মবেশে ফেসবুকেই ঘুরে বেড়ান তাহলে তিনি কেন নন?’ অন্য জন লিখলেন, ‘আমরা তো ছবি কিংবা মাটির মূর্তির সামনে ভোগ প্রসাদ রেখে প্রার্থনা করি… ছবি কিংবা মাটির মূর্তি খায় কী, শুনতে পায় কী… সবাই তো আর রামকৃষ্ণ পরমহংসদেব নন। তবুও করে থাকি, যে যেখানে, যেভাবে প্রার্থনা করুন না কেন কামনা শুধু এটাই প্রার্থনা যেন ওনার কাছে গিয়ে পৌছায়। ব্যাপারটা এটাই।’
একজন আবার ঐন্দ্রিলার প্রসঙ্গ টেনে লিখলেন, ‘আমার ধারনা প্রার্থনা নিজেদের ইষ্ট দেবতার কাছেই করে থাকেন সবাই, শুধু যার উদ্দেশ্যে করা হয় তাকে অবগত করার জন্য হয়তো এই মাধ্যমকে বেছে নেওয়া হয়। উদাহরণ হিসেবে যদি আমি এই মুহূর্তে ঐন্দ্রিলা র কথা বলি আমরা সাধারন মানুষরা সরাসরি তার কাছে গিয়ে প্রার্থনা করতে পারছি না তার জন্য, কিন্তু তার অগণিত ভক্ত তার জন্য যে প্রার্থনা করছেন সেই বার্তা হয়তো পৌঁছে যাচ্ছে তার কাছে এই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে। সরাসরি কিনা জানিনা তবে ভালোবাসার বার্তা যখন তার কাছে পৌঁছবে নিশ্চয়ই তার মনে ভালো প্রভাব ফেলবে যা তাকে হয়তো দ্রুত সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাবে। সবশেষে মন ভালো থাকলেই তো সব ভালো। মতামত একান্তই ব্যক্তিগত।’
For all the latest entertainment News Click Here