‘যাঁরা ক্রিকেট বোঝেন, এমন অবিবেচকের মতো কথা বলেন না’, সমালোচকদের জবাব রাহানের
লোকেশ রাহুল ও অজিঙ্কা রাহানে, এক বছরের ব্যবধানে টিম ইন্ডিয়ার দুই তারকার কেরিয়ার গ্রাফ বাঁক নিয়েছে ভিন্ন দিকে। এক বছর আগেও প্রথম একাদশে জায়গা হবে কিনা নিশ্চিত ছিল না লোকেশ রাহুলের। সেই তিনিই ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা সফরে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলকে। অপাতত টি-২০ ও ওয়ান ডে ফর্ম্যাটে রোহিত শর্মার ডেপুটির দায়িত্ব পালন করেছেন তিনি।
অন্যদিকে ক’দিন আগেও টেস্টে বিরাট কোহলির ডেপুটির দায়িত্ব পালন করতেন অজিঙ্কা রাহানে। কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতান তিনি। কোহলি নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার কথা ছিল রাহানেরই। অথচ বছর ঘুরতে না ঘুরতে পরিচিত ফর্মে নেই বলে তাঁর টেস্ট কেরিয়ার কার্যত শেষ বলে মন্তব্য করা হচ্ছে। রাহানেকে টেস্ট দল থেকে বাদ দেওয়ার দাবিও তোলা হচ্ছে।
রাহানেকে অবশ্য সমালোচকদের এমন সব মন্তব্য বিন্দুমাত্র বিচলিত করছে না। অস্ট্রেলিয়া সফরে দেশকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েও যেমন নির্বিকার ছিলেন, এখনও তেমন অবিচল রয়েছেন তিনি। শুধু এটা জানালেন যে, তিনি নিজে জানেন দলে তাঁর অবদান কতটা। ক্রিকেটের বোদ্ধা ও সমর্থকরাও জানেন তাঁর ভূমিকা কতটা। তাই এই নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই তাঁর।
Backstage With Boria-য় রাহানে এপ্রসঙ্গে বলেন, ‘যখন লোকে বলেন আমার কেরিয়ার শেষ, আমি শুধু হাসি। যাঁরা ক্রিকেটটা বোঝেন, তাঁরা এধরনের কথাবার্তা বলেন না। তাই এই বিষয়টা নিয়ে গভীরে যেতে চাই না। তবে সবাই জানেন, অস্ট্রেলিয়ায় কী হয়েছে, এমনকি অস্ট্রেলিয়া সফরের আগে ও পরেও দলে আমার অবদান কতটা ছিল, বিশেষ করে লাল বলের ক্রিকেটে। আমি এই নিয়ে বেশি কথা বলতে চাই না। তবে যাঁরা খেলাটা ভালোবাসেন, তাঁরা বিচক্ষণের মতো কথাবার্তা বলেন।’
For all the latest Sports News Click Here