যশ ধুলকে এমার্জিং এশিয়া কাপের ক্যাপ্টেন করল ভারত, স্কোয়াডে রয়েছেন KKR তারকা
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা এমার্জিং টিমস এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল ভারত। যদিও ১৫ জনের স্কোয়াডে জায়গা পাওয়া কোনও ক্রিকেটারই এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেননি। এমনকি টুর্নামেন্টের জন্য বেছে নেওয়া চারজন স্ট্যান্ড-বাই ক্রিকেটারের গতিবিধিও ঘরোয়া ক্রিকেটেই সীমাবদ্ধ।
অবশ্য মূল স্কোয়াড ও স্ট্যান্ড-বাই ক্রিকেটারদের অনেকেই ইতিমধ্যে আইপিএলে হাত পাকিয়েছেন। দলের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন যশ ধুল। অর্থাৎ, দেশকে যুব বিশ্বকাপ জেতানো ক্যাপ্টেনের হাতেই এমার্জিং এশিয়া কাপের নেতৃত্ব তুলে দিয়েছেন জাতীয় নির্বাচকরা। ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন অভিষেক শর্মা। দুই উইকেটকিপার হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন প্রভসিমরন সিং ও ধ্রুব জুরেল। মূল স্কোয়াডে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা হর্ষিত রানা।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে নজর কাড়া নেহাল ওয়াধেরাকে স্ট্যান্ড-বাই ক্রিকেটারদের তালিকায় রেখেছেন নির্বাচকরা। এছাড়া মূল স্কোয়াডে সাই সুদর্শন, রিয়ান পরাগের মতো আইপিএল তারকারাও রয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, বাংলার কোনও ক্রিকেটার সুযোগ পাননি স্কোয়াডে।
আগামী ১৩ জুলাই শুরু হবে এমার্জিং টিমস এশিয়া কাপ। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ জুলাই। ৮ দলের টুর্নামেন্টে ভারত রয়েছে বি-গ্রুপে। লিগের ম্যাচে তাদের লড়াই পাকিস্তান, নেপাল ও আমিরশাহির বিরুদ্ধে। এ-গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, ওমান ও আয়োজক শ্রীলঙ্কা। আগামী ১৫ জুলাই ছোটদের এশিয়া কাপে ভারত-পাক লড়াই দেখা যাবে।
আরও পড়ুন:- Ashes 2023: অ্যাশেজে ২-০ পিছিয়ে থাকা ইংল্যান্ড শিবিরে জোর ধাক্কা, ছিটকে গেলেন ভাইস ক্যাপ্টেন
এমার্জিং টিমস এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয়-এ দল: যশ ধুল (ক্যাপ্টেন), অভিষেক শর্মা (ভাইস ক্যাপ্টেন), সাই সুদর্শন, নিকিন জোস, প্রদোষ রঞ্জন পাল, রিয়ান পরাগ, নিশান্ত সিন্ধু, প্রভসিমরন সিং (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), মানব সুতার, যুবরাজসিং দোদিয়া, হর্ষিত রানা, আকাশ সিং, নীতীশ কুমার রেড্ডি ও রাজবর্ধন হাঙ্গার্গেকর।
স্যান্ড-বাই প্লেয়ার: হর্ষ দুবে, নেহাল ওয়াধেরা, স্নেল প্য়াটেল ও মোহিত রেডকর।
টুর্নামেন্টের জন্য ভারতের কোচিং স্টাফ:-
সিতাংশু কোটাক- হেড কোচ
সাইরাজ বাহুতুলে- বোলিং কোচ
মুনিশ বালি- ফিল্ডিং কোচ
এমার্জিং এশিয়া কাপের গ্রুপ বিভাগ:-
এ-গ্রুপ: শ্রীলঙ্কা-এ, বাংলাদেশ-এ, আফগানিস্তান-এ ও ওমান-এ
বি-গ্রুপ: ভারত-এ, পাকিস্তান-এ, নেপাল-এ, আমিরশাহি-এ
আরও পড়ুন:- ICC Ranking: ইতিহাস গড়লেন আতাপাত্তু, শ্রীলঙ্কার প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে বিশ্বব়্যাঙ্কিংয়ের এক নম্বরে চামারি
টুর্নামেন্টে ভারতের লিগ ম্যাচের সূচি:-
১৩ জুলাই: ভারত বনাম আমিরশাহি
১৫ জুলাই: ভারত বনাম পাকিস্তান
১৮ জুলাই: ভারত বনাম নেপাল
টুর্নামেন্টের নক-আউটের সূচি:-
২১ জুলাই: প্রথম সেমিফাইনাল (এ-গ্রুপের এক নম্বর দল বনাম বি-গ্রুপের দুই নম্বর দল)
২১ জুলাই: দ্বিতীয় সেমিফাইনাল (এ-গ্রুপের দুই নম্বর দল বনাম বি-গ্রুপের এক নম্বর দল)
২৩ জুলাই: ফাইনাল (প্রথম সেমিফাইনালের জয়ী দল বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল)।
For all the latest Sports News Click Here