যশস্বীর আউটের পরেই হাত থেকে ম্যাচ বের হতে শুরু করে- স্পষ্ট স্বীকারোক্তি সঞ্জুর
লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে এই মরশুমে রাজস্থান রয়্যালস তাদের দ্বিতীয় পরাজয়ের মুখোমুখি হয়েছে। এই ম্যাচটি শেষ ওভারে খুব উত্তেজনাপূর্ণ ভাবে শেষ হয়েছিল। যেখানে লখনউ বোলাররা দুরন্ত বোলিং করে রাজস্থানের ব্যাটিংকে চাপে ফেলে দিয়েছিল। কেএল রাহুলের টিমের বিরুদ্ধে ১০ রানে হেরেছে রাজস্থান।
এ দিকে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন ম্যাচের পর লখনউ বোলারদের তাদের জয়ের জন্য় পুরো কৃতিত্ব দেন। আর নিজের দলের ব্যাটারদের নিয়ে হতাশা প্রকাশ করেছেন সঞ্জু।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুরন্ত করে রাজস্থান রয়্যালস। প্রথম উইকেটে তারা ৮৭ রানের চমৎকার জুটি গড়ে। তবে এর পর একের পর এক দ্রুত উইকেট হারাতে শুরু করেন সঞ্জুরা। এর পর ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে লখনউ। এই প্রসঙ্গে সঞ্জু স্যামসন বলেছেন, ‘ম্যাচটা হেরে একেবারেই ভালো লাগছে না। জয়পুরে প্রথম খেলাটা আমরা জিততে চেয়েছিলাম। আমরা অবশ্যই এর থেকে শিক্ষা নেব এবং এগিয়ে যাব। আমাদের ব্যাটিং লাইন আপ যা, তাতে এটি নিঃসন্দেহে তাড়া করে জেতার মতো স্কোর ছিল। কিন্তু ওরা সত্যিই খুব ভালো বোলিং করেছে। কন্ডিশনকে খুব ভালো ব্যবহার করেছে।।’
আরও পড়ুন: প্রথম ওভারেই বুঝে গেছিলাম শক্ত পিচ, ম্যাচ জিতে দাবি বিজ্ঞ রাহুলের
তিনি যোগ করেন, ‘ব্যক্তিগত ভাবে আমি আশা করছিলাম, একটু ধীরগতির এবং রান কম হবে এমন উইকেটের। এবং আমরা তা পেয়েছি। তবে স্মার্ট ক্রিকেট খেলতে হবে এবং আমরা নবম ওভার পর্যন্ত তা করেওছিলাম। জয়সওয়াল আউট হওয়ার ঠিক পরে, একটি বড় পার্টনারশিপ দরকার ছিল। সেটা হয়নি।’
এই ম্যাচে রাজস্থান কী ভাবে হারতে পারে, সেটাই বিশ্বাস করতে পারছেন না সঞ্জু। ম্যাচটা একটা সময়ে রাজস্থানের হাতের মুঠোয় চলে এসেছিল। কিন্তু লখনউয়ের বোলাররা রাজস্থানের হাত থেকে সেই ম্যাচ বের করে নেন। সঞ্জু স্যামসনের মতে, ‘ওরা সত্যিই খুব ভালো বোলিং করেছে। আমরা যখনই ওদের পেটাতে গিয়েছি, তখনই উইকেট হারিয়েছি। শেষ ৫ ওভারে ৫০ দরকার ছিল। এই উইকেটে ওরা যে ভাবে বোলিং করছিল, তা সত্যিই দুরন্ত। তবে একটি খেলা জিতলে বা হারলেও, সেখান থেকে শিক্ষা নেওয়াটাই এই খেলার সৌন্দর্য।’
আরও পড়ুন: সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কচ্ছপের গতিতে রান তোলার মাশুল দিল রাজস্থান, জেতা ম্যাচ হারল ঘরের মাঠে
তিনি যোগ করেন, ‘আমরা ওদের ১৫০ রানে আটকে দেওয়ার জন্য ভালো বোলিং করেছি। বোলিং-এর পাশাপাশি ব্যাটিংয়েও অনেক শিক্ষা রয়েছে। আমরা আরও ভালো করার আশা করছি এবং আমরা যে ক্রিকেট খেলছি তা আমরা সবাই জানি। আমাদের এগিয়ে যেতে হবে এবং আরও ভালো ক্রিকেট খেলতে হবে।’
উল্লেখযোগ্য ভাবে, সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ২টিতে হেরেছে এবং জিতেছে ৪টি ম্যাচ। এই পরাজয়ের পরেও, রাজস্থান পয়েন্ট টেবলের শীর্ষেই রয়ে গিয়েছে। আর দ্বিতীয় স্থানে রয়েছে লখনউ।
For all the latest Sports News Click Here