যত নাটক দ্বিতীয়ার্ধেই-হাফ ডজন গোল, রুদ্ধশ্বাস থ্রিলার,ড্র করল ইংল্যান্ড-জার্মানি
উয়েফা নেশনস লিগের এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ওয়েম্বলি। ইংল্যান্ড-জার্মানি কেউই অবশ্যই পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল না। তেমনই মূলপর্বে যেতেও ব্যর্থ হল দুই দল। ইংল্যান্ড বা জার্মানির শেষ চারে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। তবে কাতার বিশ্বকাপের আগে এটি শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল দুই দলেরই। আর সেই ম্যাচে ফুটবল অনুরাগীদের জন্য আধডজন গোলের থ্রিলার ওয়েম্বলিতে। কাতার বিশ্বকাপের আগে দু’দলই নিজেদের সেরা প্রস্তুতি সেরে নিতে পারল।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত উয়েফা নেশনস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালি, নেদারল্যান্ডস এবং ক্রোয়েশিয়া।
সোমবার ঘরের মাঠে জার্মানির বিরুদ্ধে ৩-৩ ড্র করে ইংল্যান্ড। তবে যে যাই বলুন, আক্রমণে-পাল্টা আক্রমণে খেলাটা বেশ জমে উঠেছিল। তবে সব লড়াইটাই হল দ্বিতীয়ার্ধে। প্রথামার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। গোলের খাতা খোলে বিরতির পর পেনাল্টির হাত ধরে।
আরও পড়ুন: নাক ফেটে গলগল করে রক্ত পড়ছে, আঘাত নিয়ে খেলেও পর্তুগালকে জেতালেন রোনাল্ডো-ভিডিয়ো
৫২ মিনিটে পেনাল্টি থেকে জার্মানিকে এগিয়ে দিয়েছিলেন ইকে গুন্o গানের। পরে ৬৭ মিনিটে ব্যবধান বাড়ান কাই হাভার্ৎজ। জোড়া গোলে পিছিয়ে পড়ে অবশ্য হাল ছাড়েননি ব্রিটিশ ফুটবলাররা। সেই জায়গা থেকে ৪ মিনিটের ব্যবধানে গোল লুক শ ইংল্যান্ডকে লড়াইয়ে ফিরিয়ে আনেন। ৭১ মিনিটে তিনি এক গোল শোধ করেন তিনি। ৭৫ মিনিটে আবার মেসন মাউন্টের গোলে সমতা ফেরায় ইংল্যান্ড।
২-২ হওয়ার পর ব্রিটিশ অধিনায়ক হ্যারি কেন পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন ৮৩ মিনিটে। ওয়েম্বলিতে তখন শুরু হয়ে যায় জয়ের উল্লাস। ইংল্যান্ড সমর্থকরা ধরেই নিয়েছিল, এই ম্যাচ জার্মানির হাতছাড়া হচ্ছেই। তবে নাটকের তখনও বাকি ছিল। এর ৫ মিনিটের মধ্যে দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির।
আরও পড়ুন: ঘরের মাটিতে ৪ বছর পরে হার, সুইজারল্যান্ডের কাছে আটকে গেল স্প্যানিশ ‘আর্মাডা’
৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হাভার্ৎজ। ৩-৩ ফলেই খেলা শেষের বাঁশি বাজে। ম্যাচ ড্র হয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই মুষড়ে পড়ে ব্রিটিশরা। এর মাঝেই আবার ইংল্যান্ড শিবিরে অস্বস্তি বাড়িয়ে দেন জন স্টোন্স। হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।
এ দিকে অন্য ম্যাচে দুর্দান্ত ছন্দে থাকা হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ইটালি। ২৭ মিনিটে প্রথম গোল করেন জিয়াকোমো রাসপাদোরি। ৫২ মিনিটে ব্যবধান বাড়িয়ে যান ফেদেরিকো দিমার্কো। রোমানিয়া ৪-১ গোলে হারিয়েছে বসনিয়া এবং হার্জেগোভিনাকে।
রবিবার ডেনমার্কের কাছে ০-২ গোলে হেরেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। বেলজিয়ামকে ১-০ হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। সেমিফাইনালে ক্রোয়েশিয়াও। তারা ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। ফলে অবনমনের হাত থেকে বেঁচে গিয়েছে ফ্রান্স। অন্য ম্যাচে পোল্যান্ড ১-০ গোলে হারিয়েছে ওয়েলসকে।
For all the latest Sports News Click Here