যখন বোলিংয়ে পরিবর্তন এনেছিলাম,তখন রোহিত-বিরাট ভাই সমর্থন করেছিলেন- দাবি কুলদীপের
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই-তে দুরন্ত ছন্দে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংকে গুঁড়িয়ে দিয়েছেন ভারতের ম্যাচজয়ী তারকা কুলদীপ যাদব। তিনি ম্যাচের পর বড় দাবি করে বলেছেন, দলের সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা, সেই সঙ্গে কোচ রাহুল দ্রাবিড়ের সমর্থন তাঁর মনোবল বাড়িয়ে দিয়েছিল।
কুলদীপ যাদব বৃহস্পতিবার ৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছে। আর রবীন্দ্র জাদেজা নেন ৩ উইকেট। এই দুই তারকার দাপটেই উইন্ডিজ ১১৪ রানে অল আউট হয়ে গিয়েছিল। এর পরে ইশান কিষাণের ৫২ রানের হাত ধরে সহজ জয় ছিনিয়ে নিয়েছে ভারত।
কুলদীপ যাদব ম্যাচের পর মিডিয়ার সঙ্গে কথা বলার সময়ে বলেছিলেন, ‘সিনিয়ররা একটি বড় ভূমিকা পালন করেছেন। যখন আমি আমার খেলায় পরিবর্তন এনেছিলাম, তখন বিরাট ভাই এবং রোহিত ভাই আমাকে অনেক সমর্থন করেছিলেন। ওঁরা আমার প্রতি আস্থা দেখিয়েছেন। এ ছাড়াও কোচ রাহুল স্যার আমাকে অনেক সমর্থন করেছেন।’
আরও পড়ুন: সাইজ বিভ্রাট- ছোট জার্সি এসেছিল সূর্যের জন্য, বাধ্য হয়েই সঞ্জুর জার্সি পরেন স্কাই
তাঁর এবং জাদেজার বোলিং স্পেল সম্পর্কে কথা বলতে গিয়ে কুলদীপ বলেছেন যে, কেনসিংটন ওভালের পিচে প্রাথমিক ভাবে সিমারদের সাহায্য করেছে। পাশাপাশি এই উইকেটে অনেক বেশি টার্ন এবং বাউন্স ছিল।
কুলদীপ বলেছেন, ‘খুবই সত্যি কথা বলতে, প্রথম দিকে এই পিচে সিমারদের জন্য ভালো উইকেট বলে মনে হয়েছিল। আমাদের ফাস্ট বোলাররা সত্যিই খুব ভালো বোলিং করেছে। জাদেজা যখন বোলিং করছিল, তখন একই সঙ্গে গ্রিপিং এবং টার্নিং ছিল।’
আরও পড়ুন: ওভালে ইংল্যান্ডের ব্যাজবলের ধারেকাছে গেল না প্রথম ODI-এ ভারত আর উইন্ডিজের রানরেটও
তিনি আরও যোগ করেছেন, ‘যখন আমি অন্য প্রান্ত থেকে বল করা শুরু করি, আমি ড্রিফটের পাশাপাশি টার্নও পেয়েছিলাম। দ্বিতীয় ইনিংসে, ওদের বাঁ-হাতি স্পিনার (গুদাকেশ মতি) এবং লেগ-স্পিনারও (ইয়ানিক ক্যারিয়া) ভালো বোলিং করেছিল এবং বাউন্স এবং টার্ন পেয়েছিল। আমি মনে করি, স্পিনারদের জন্যও এটা ভালো উইকেট ছিল।’
তবে ভারত রান তাড়া করতে নামার পরে তাদের ৫ উইকেট পড়ে যাওয়া নিয়ে আফসোস করছিলেন কুলদীপ। তিনি বলেন, ‘আমরা যদি খেলাটা আট বা নয় উইকেটে জিততাম, তাহলে দারুণ হতো। কিন্তু ওরা (ওয়েস্ট ইন্ডিজ) সত্যিই ভালো বোলিং করেছে।’
নিজের বোলিং নিয়ে বলতে গিয়ে কুলদীপ বলেন, বোলিং সম্পর্কে বলেন, ‘ফাস্ট বোলাররা ভালো শুরু করেছিল। মুকেশের অভিষেক ম্যাচ ছিল। শার্দুল এবং হার্দিক উইকেটও নেন। আমি এবং জাদেজা ভালো বোলিং করেছি। আমি শুধু আমার শুধু নিজের মতো বল করেছি এবং সব সময়ে ছন্দে থাকার চেষ্টা করি। গত এক বছর আমার ভালো সময় যাচ্ছে। উইকেটের চেয়ে লেন্থের দিকে নজর দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি।’
For all the latest Sports News Click Here