যখন প্রথম মুম্বই আসি ও অভিনয় করতে চাই, তখন আমি ৩০, শুনতে হয়েছিল ‘আপনি তো বুড়ি’!
চলতি সপ্তাহের শেষের দিক থেকে শুরু হবে ‘দ্য় নাইট ম্যানেজার-২’-এর স্ট্রিমিং। যেখানে অনিল কাপুর, আদিত্য রায় কাপুর, শোভিতা ধুলিপালাদের অভিনয় করতে দেখা যাচ্ছে। এই সিরিজে তিলোত্তমা সোম অভিনীত লিপিকা চরিত্রটিও দর্শকরা বেশ পছন্দই করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের লিপিকা চরিত্র থেকে শুরু করে কেরিয়ারের নানান কিছু নিয়ে মুখ খুলেছেন তিলোত্তমা সোম।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিলোত্তমা জানিয়েছেন, ‘দ্য় নাইট ম্যানেজার’-এর দ্বিতীয় সিজনে তাঁর চরিত্রটি আরও নানান নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবে। নিজের কেরিয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিলোত্তমা জানান, তিনি তাঁর ২০-৩০ বছর বয়সে যে পরিমাণ কাজ করেছেন, তার থেকে গত কয়েক বছরে বেশি কাজ করছেন। জানান, ওটিটির দৌলতেই তিনি বেশ কয়েকবছর ধরে অনেক কাজ করছেন। জানিয়েছেন, তাঁর বেশকিছু কাজ থিয়েটারে বিভিন্ন কারণে মুক্তি পাইনি।
আরও পড়ুন-গ্ল্যামার দুনিয়ার মোহ ছেড়ে সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন রবি কিষাণ কন্যা, গর্বিত অনুপম
আরও পড়ুন-প্রথম ডেটে গিয়েই কি যৌনতায় মেতেছিলেন! অকপটে স্বীকার করলেন তামান্না ও বিজয়
আরও পড়ুন-সতীনের কাঁটা! করণ দেওলের বিয়েতে যাননি হেমা ও তাঁর মেয়েরা, মুখ খুললেন ধর্মেন্দ্র
তিলোত্তমা সোমের কথায়, ‘আমি ভাগ্যবান জীবনের এই বয়সে এসে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে পারছি। থিয়েটার রিলিজের কোনও চাপ নেই। ওটিটি একটা সুন্দর পরিবর্তন এনেছে। এখানে ছোট, বড় সব অভিনেতাই কাজ করছেন। কোনও বিভাজন নেই। সকলে একসঙ্গে পার্টি করছেন, মজা করছেন। কেউ কম জনপ্রিয়, কেউ বেশি, কিন্তু সকলেই আখেরে অভিনেতা।’
নিজের কেরিয়ার শুরুর দিনের কথা স্মরণ করে তিলোত্তমা বলেন, ‘আমি যখন মুম্বই আসি, তখন আমার বয়স ইতিমধ্যেই ৩০ ছুঁয়েছে। আমায় তখন শুনতে হয়েছিল অভিনেতা হওয়ার ক্ষেত্রে আপনি তো বেশ বুড়ি। আমাকে পরামর্শ দেওয়া হয়েছিল প্লাস্টিক সার্জারি করানোর। আর সেই পরামর্শ বেশ ঠিকঠাক জায়গা থেকেই দেওয়া হয়েছিল। তখন এসব কথা শুনতে আমার বড়ই অদ্ভুত লেগেছিল। আর আমি সেসব করাতে রাজিও ছিলাম না। আর এখন আমার বয়স ৪৪, এখনও কিন্তু আমি বেশ হট এবং সুখে জীবন কাটাচ্ছি। এই বয়সেও বিভিন্ন চরিত্রে আমি অভিনয় করছি। আশা রাখি, আমার জীবনের গল্প হয় অনেককে অনুপ্রেরণা দিতে পারে।’
For all the latest entertainment News Click Here