ম্যাসিভ হার্ট অ্যাটাক, ICU-তে জুনিয়র এনটিআর-এর ভাই
অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্র বাবু নাইডুর ছেলে নরা লোকেশের রাজনৈতিক সমাবেশ। সেই পদযাত্রায় অংশ হয়েছিলেন দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর-এ। তুতো ভাই, অভিনেতা নন্দমুরি তারাকা রত্না। পদযাত্রা চলাকালীন হঠাৎই হৃদরোগে আক্রন্ত হন নন্দমুরি। তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এই মুহূর্তে ICU-তে রাখা হয়েছে নন্দমুরি তারাকা রত্নাকে।
শুক্রবার জেলার কুপ্পামে একটি রাজনৈতিক পদযাত্রার অংশ নেন নন্দমুরি তারাকা রত্না। জানা গেছে, নন্দামুরি তারাকা রত্ন লক্ষ্মীপুরম শ্রী ভারদারাজা স্বামী মন্দিরের একটি পূজায় অংশ নিয়েছিলেন, তারপরে তিনি একটি মসজিদে প্রার্থনার জন্যও যোগ দেন। মসজিদ থেকে বের হওয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে বলেই হাসপাতাল সূত্রে খবর।
হাসপাতালে তার ভাইপোকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নন্দমুরি বালাকৃষ্ণ। বলেন, তার সমস্ত প্যারামিটার ঠিক আছে, ওঁর প্রাথমিক চিকিৎসা হয়েছে এবং যতটা সম্ভব ওঁর যত্ন নেওয়া হচ্ছে। তবে চিন্তার কিছু নেই। চিকিৎসকরাও ওকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। ওঁর হার্ট অ্যাটাক হয়েছিল এবং ভালভ ব্লক হয়ে গেছে’।
নন্দমুরি তারাকা রত্না এই মুহূর্তে ICU-তে রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। যদিও ডাক্তাররা তাঁর হৃদস্পন্দন পুনরায় ফিরিয়ে আনতে পেরেছেন বলে জানা গিয়েছে। তারাকা রত্ন-এর একটি এনজিওগ্রাম করা হয়েছে এবং তার হৃৎপিণ্ডে একটি স্টেন্ট বসানো হয়েছে। প্রয়োজনে তাকে হেলিকপ্টারে করে বেঙ্গালুরুতে স্থানান্তর করা হবে।
৩৯ বছর বয়সী এই অভিনেতা ২০০২ সালে তেলেগু ছবি ওকাতো নম্বর ‘কুরারডু’তে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। ‘তারক’, ‘ভাদ্রি’ ‘রামুডু’, ‘মনমন্থ’ এবং ‘রাজা চেয়ি ভেস্তে’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি জনপ্রিয়তা পান।
For all the latest entertainment News Click Here