ম্যাথুজের শতরানে কামব্যাক শ্রীলঙ্কার, NZ আর ২৫৭ রান করলেই WTC ফাইনালে ভারত
শুভব্রত মুখার্জি: জমে উঠেছে ক্রাইস্টচার্চ টেস্টের লড়াই। অনবদ্য শতরানে এই টেস্টের লড়াই জমিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ। যিনি চলতি টেস্টেই তৃতীয় শ্রীলঙ্কার ব্যাটার হিসেবে টেস্টে ৭,০০০ রানের নজির গড়েছেন। সেই তিনিই এবার হাঁকালেন এক অনবদ্য শতরান।
নিজের টেস্ট কেরিয়ারের ১৪ তম শতরানটি করে ফেললেন ম্যাথুজ। টেস্টের চতুর্থ দিনে সম্পন্ন করলেন তাঁর শতরান। তৃতীয় দিনের শেষে তিনি অপরাজিত ছিলেন ২০ রানে। সঙ্গী ছিলেন প্রভাত জয়সূর্য। তবে চতুর্থ দিনের শুরুতেই ছয় রানে আউট হয়ে যান প্রভাত। ৯৫ রানে চার উইকেট হারিয়ে তখন ধুঁকছিল শ্রীলঙ্কা। সেই অবস্থায় দীনেশ চণ্ডীমলের সঙ্গে জুটি বাঁধেন অ্যাঞ্জেলো। এই জুটিতে ওঠে ১০৫ রান। ৪২ রান করে বোল্ড হয়ে যান চণ্ডীমল।
এরপর ধনঞ্জয় ডি’সিলভার সঙ্গে জুটি বাঁধেন ম্যাথুজ। ষষ্ঠ উইকেটে তাঁরা যোগ করেন ৬০ রান। ধনঞ্জয় ডি’সিলভা ৭৩ বলে ৪৭ রান করে অপরাজিত থেকে যান। ম্যাথুজ ২৩৫ বলে করেন ১১৫ রান। তাঁর ইনিংস সাজানো ছিল ১১ টি চারে। ৩০২ রানে অল-আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ব্লেয়ার টিকনার কিউয়িদের হয়ে চারটি উইকেট নিয়েছেন।
প্রসঙ্গত, প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৩৫৫ রান করেছিল। যার জবাবে ৩৭৩ রান করে নিউজিল্যান্ড। আর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩০২ রানে অল-আউট হয় শ্রীলঙ্কা। ফলে ম্যাচ জয়ের জন্য কিউয়িদের প্রয়োজন ২৮৫ রান। দিনের শেষে তাদের স্কোর ১ উইকেটে ২৮ রান। শেষ দিন ২৫৭ রান করলেই ম্যাচ জিতবে তারা। সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে ভারত। আউট হয়েছেন ডেভন কনওয়ে (৫)। উইকেটে রয়েছেন টম ল্যাথাম এবং কেন উইলিয়ামসন।
For all the latest Sports News Click Here