ম্যাচ হেরে একাধিক সুযোগ নষ্টের খেসারত দিল নর্থ-ইস্ট,১-০ জিতে দুইয়ে উঠে এল ওড়িশা
শুধুমাত্র গোল করার লোকের অভাবেই গোয়ার তিলক ময়দানে তিন পয়েন্ট ফেলে রেখে এল নর্থ-ইস্ট ইউনাইটেড। এ দিন ম্যাচ হারার মতোন খেলেইনি পাহাড়ের দলটি। গোটা ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেছিল খালিদ জামিলের টিম। কিন্তু একটি সুযোগও কাজে লাগাতে পারেনি তারা। যার নিট ফল ওড়িশা এফসি-র কাছে ০-১ ম্যাচ হেরে ফের লিগ তালিকার নীচের সারিতে নেমে এল নর্থ-ইস্ট।
প্রথমার্ধটা একে অপরকে বুঝে নিয়ে কিছু সুযোগ তৈরি করার চেষ্টাতেই কেটে গিয়েছে। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে তেড়েফুড়ে উঠেছিলেন খালিদের ছেলেরা। খালিদ শুরু থেকেই যেটা করতে চেয়েছিলেন, সেটা হল ওড়িশার সাপ্লাইলাইনটাই কেটে দিতে। সেটা করতে তিনি কিছুটা সক্ষমও হয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি।
এ দিকে দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল নর্থ-ইস্টের সামনে। বাঁ-দিক থেকে ভেসে আসা একটি ক্রস থেকে গোলের সহজ সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু জালে জড়াতে ব্যর্থ হন মাথিয়াস করিয়ার। দ্বিতীয়ার্ধে নর্থইস্টের আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে রোচারজিলার পরিবর্তে ইমরান খানকে নামানোর পর।
মণিপুরের এই ফুটবলার বেশ কিছু ভালো সুযোগ তৈরি করে দিয়েছিলেন। অসাধারণ সব পাস বাড়িয়েছিলেন। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেননি তাঁর সতীর্থরা। ঠিকঠাক সুযোগগুলো কাজে লাগাতে পারলে নিশ্চিত ভাবে ৩-০ এগিয়ে যেতে পারত খালিদের টিম। নর্থ-ইস্ট না পারলেও ম্যাচের ৮১ মিনিটে গোলের মুখ খোলে ওড়িশা। প্রতি আক্রমণে উঠে দুরন্ত গোল করেন জোনাথাস ক্রিস্টিয়ান। ম্যাচের সেরাও হন জোনাথাস। গোটা ম্যাচে এই একটি গোলই হয়েছে।
এ দিন ১-০ ম্যাচ জিতে লিগ তালিকার দুইয়ে উঠে এল ওড়িশা। ৪ ম্যাচ খেলে তিনটিতে জিতে ৯ পয়েন্ট ওড়িশার। একটি ম্যাচ তারা হেরেছে। এ দিকে ওড়িশার কাছে হেরে নয়ে নেমে এল নর্থ-ইস্ট। ৫ ম্যাচের মধ্যে একটিতে তারা জিতেছে। একটি ম্যাচ ড্র করেছে। বাকি তিনটি ম্যাচই হেরেছে। তাদের পয়েন্ট ৪।
For all the latest Sports News Click Here