‘ম্যাচ নিয়ন্ত্রণের দায়িত্ব কার?’, ভারতীয় ক্রিকেটারদের আচরণে ক্ষুব্ধ লয়েড
ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের মাধ্যমেই গ্রীষ্মে এক অত্যন্ত প্রতিযোগিতামূলক সিরিজ হওয়ার সব আভাস পাওয়া গেছে। টানটান উত্তেজক এক ম্যাচের পঞ্চম দিনে মাঠে নামার আগে জেতার জন্য ভারতই এগিয়ে। তবে ভারতীয় দল, আরও খোলসা করে বলতে গেলে ভারতীয় ব্যাটসম্যানদের ওপর ক্ষুব্ধ ডেভিড লয়েড।
ম্যাচের দ্বিতীয় এবং তৃতীয় দিনে একাধিকবার বৃষ্টির ও খারাপ আবহাওয়া খেলায় বিঘ্ন ঘটায়। তৃতীয় দিনে এক সময় হালকা বৃষ্টির পর ক্রিজে সেই সময় ব্যাটিং করা লোকেশ রাহুল এবং ঋষভ পন্ত আম্পায়ার মাইকেল গফকে খেলা থামানোর কথা বললে গফ তা মেনে নেন এবং সাজঘরে যাওয়ারও নির্দেশ। তবে জেমস অ্যান্ডারসন এসে বিরোধ জানানোয় মত পরিবর্তন করে খেলা চলতে থাকে। এই ঘটনাতেই ক্ষুব্ধ প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার ও প্রখ্যাত ধারাভাষ্যকার ডেভিড লয়েড।
লয়েড The Daily Mail-এর হয়ে নিজের কলামে লেখেন, ‘আম্পায়ার না খেলোয়াড়, ম্যাচ নিয়ন্ত্রণের দায়িত্ব কার? ট্রেন্ট ব্রিজে কয়েক পশলা বৃষ্টি হওয়ার পরই ভারতীয়রা ব্যাট করে রাজি ছিল না। ওই বৃষ্টি কোনভাবেই বেশিক্ষণ স্থায়ী হত না বা ম্যাচের কোন ক্ষতি করত না। জিমি অ্যান্ডারসন না বাঁধা দিলে মাইকেল গফ তো ওদের কথামতো খেলা বন্ধ করে সাজঘরে যাওয়ারও নির্দেশ দিয়ে দিয়েছিলেন। এটা কিন্তু ওর (অ্যান্ডারসন) কাজ নয়। আম্পায়রদের নিজেদের সিদ্ধান্তে আরও দৃঢ় হতে হবে।’
পাশাপাশি ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান ডম সিবলিকে নিয়েও নিজের মতামত জানান প্রখ্যাত ইংলিশ ধারাভাষ্যকার। বর্তমানে ইংল্যান্ড ক্রিকেট মহল ওপেনিং ব্যাটসম্যানদের নিয়মিত ব্যর্থতায় সরব। ম্যাচের দ্বিতীয় ইনিংসে দীর্ঘ সময় ব্যাট করে সেট হয়ে যাওয়ার পরও সিবলি (১৩৩ বলে ২৮) আউট হয়ে সাজঘরে ফেরেন। দলে তাঁর পজিশন নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। লয়েড সিবলির পারফরম্যান্সে যে একেবারেই খুশি নন, তা তাঁর মন্তব্য থেকেই সাফ বোঝা যায়।
সিবলি তাঁর কাউন্টি ওয়ারউইকশায়ারেরও সেরা ওপেনার নন দাবি করে লয়েড জানান, ‘ইংল্যান্ডের টপ অর্ডার নিয়ে আলাপ আলোচনা চলছে এবং ইতিমধ্যেই কাউন্টিতে কোন বিকল্প আছে কিনা, তা দেখা হচ্ছে। আমায় একজন বলেছে ডম সিবলি ওয়ারউইকশায়ার কাউন্টিরও সেরা ওপেনার নয়। রব ইয়েটস এবং দলের সঙ্গে থাকা হাসিব হামিদই এখন বিকল্প। ও খুব শীঘ্রই আবারও সুযোগ পাবে।’
For all the latest Sports News Click Here