ম্যাচ টাইম পাচ্ছিলেন না বেশি, অবহেলিত হয়ে ATK MB ছাড়ার সিদ্ধান্ত তরুণ তারকার
নতুন মরশুমের দল বদল নিয়ে এখনও উত্তপ্ত ভারতীয় ফুটবল। গত মরশুমে বেশ ধারাবাহিক পারফরম্যান্সের কারণে এটিকে মোহনবাগানের একাধিক খেলোয়াড়ের অপর নজর রয়েছে একাধিক দলের। সবুজ-মেরুন তরুণ মাইকেল সুসাইরাজ যোগ দিতে পারেন ওড়িশা এফসিতে।
শোনা যাচ্ছে, ওড়িশাতে দুই বছরের চুক্তিতে যাচ্ছেন সুসাইরাজ। এটিকে মোহনবাগান নাকি তাঁকে ছাড়তে রাজি হয়েছেন। সুসাইরাজকে ছাড়া নিদুই ক্লাবের মধ্যে
তরুণ প্রতিবাভান ফুটবলার হিসেবে ভারতীয় ফুটবল আঙিনায় উঠে এসেছিলেন মাইকেল সুসাইরাজ। মাঝমাঠের পাশাপাশি উইং বরাবর খেলতে বেশি পছন্দ করেন তিনি। আন্তোনিও লোপেজ হাবাসের সময়ে এটিকের হয়ে বেশ কিছু ম্যাচে খেলেছিলেন। পরে ক্রমে চলে যান পর্দার আড়ালে। ২০১৬ থেকে ২০১৮ মরসুমে চেন্নাই সিটির হয়ে সুসাইরাজ নজর কেড়েছিলেন। খেলেছিলেন প্রায় ৩০টি ম্যাচও। করেছিলেন একাধিক গোল। পরে জামশেদপুর হয়ে এসেছিলেন কলকাতায়। এটিকে এবং পরে এটিকে মোহন বাগানে ছিলেন তিনি।
আরও পড়ুন: ATK MB-তে রয় কৃষ্ণর পরিবর্ত কি ‘এ’ লিগে খেলা সার্বিয়ার ফুটবলার? সম্ভাবনা প্রবল
আরও পড়ুন: দল ছাড়ছেন প্রবীর দাস, তড়িঘড়ি নতুন রাইট-ব্যাক সই করিয়ে নিল ATK MB
২০১৯-২০ তে এটিকের হয়ে বেশ কিছু ম্যাচে মাঠে নেমেছিলেন। গোলও করেছিলেন একাধিক। পরে তাঁর ম্যাচ টাইম ক্রমে কমে আসে। সেই সঙ্গে চোটের সমস্যা। পরের দু’টি বছর হাতেগোনা কয়েকটি ম্যাচে তাঁকে মাঠে দেখা গিয়েছে। তাই নিজেকে ফের স্পটলাইটে ফিরিয়ে আনতে দল ছাড়তে পারেন সুসাইরাজ।
এ দিকে ইতিমধ্যে বিশাল অর্থ খরচ করে বাগান থেকে ডেভিড উইলিয়ামসকে সই করিয়েছে মুম্বই সিটি এফসি। পাশাপাশি দল ছেড়েছে বাগানের রাইট ব্যাক প্রবীর দাস। সম্ভবত, প্রবীরকে আগামী মরশুমে বেঙ্গালুরু এফসি-র জার্সিতে সম্ভবত দেখা যাবে। এ ছাড়াও সবুজ-মেরুনে দেখা যাবে না রয় কৃষ্ণকেও। তাঁকেও বেশ বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে মুম্বই সিটি এফি, এফসি গোয়া। এমন কী ইস্টবেঙ্গলেরও প্রস্তাব পেয়েছেন তিনি।
For all the latest Sports News Click Here