ম্যাচ জিতে ল্যানিংকে ধন্যবাদ জানালেন শেফালি, কিন্তু কেন?
শনিবার উইমেন্স প্রিমিয়র লিগে মুখোমুখি হয় গুজরাট জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস। আর সেই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন মারিজান কাপ। ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। ম্যাচের সেরাও হয়েছেন মারিজান। এই ম্যাচে বল হাতে মারিজান দুর্দান্ত পারফরম্যান্স করলেও ব্যাটে শেফালি বর্মাও দুর্দান্ত পারফরম্যান্স করেন। ২৮ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। শেফালি ১০টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারি সংগ্রহ করেন।
সঙ্গে থাকা মেগ ল্যানিংকে কিছুই করতে হয়নি। মাত্র ১০৬ রানের টার্গেট তুলে নিতে কোনও রকম সমস্যার মধ্যে পড়তে হয়নি দিল্লিকে। শেফালির ব্যাটে ভর করে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে শেফালির ব্যাটে ঝড় দেখা যায়। একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠান তিনি। বিপক্ষের বোলারদের এক ইঞ্চিও জমি ছাড়েননি তিনি।
ম্যাচ শেষে শেফালি জানান, ‘খুব একটা বেশি রান না থাকায় আমি মোটেই তাড়াহুড়ো করিনি। আমি নিজের মতো করে খেলেছি। যে রান টার্গেট দেওয়া হয়েছিল, তা খুবই কম। কিন্তু তা নিয়ে আমি বেশি ভাবিনি। যেমন বল পেয়েছি সেই ভাবেই খেলেছি। ফলে এখন আমরা বিশ্রাম এবং এই জয় সেলিব্রেশন করতে পারব।’
গত ম্যাচে আউট হওয়ার প্রসঙ্গ টেনে এনে শেফালি বলেন, ‘গত ম্যাচে আমি নিজের ভুলে আউট হয়েছিলাম। তাই এদিন একই ভুল করতে চাইনি। সোজা ব্যাটে খেলার চেষ্টা করেছি। তাই বড় রানও পেতে কোনও রকম সমস্যা হয়নি। তবে আমাকে ল্যানিং অনেক সাহায্য করে। আমি যখন ব্যাট করছিলাম প্রত্যেক ওভারের শেষে আমাকে অনেক পরামর্শ দেয় ও। কোন বল কীভাবে খেলতে হবে তা বলে দেয় ল্যানিং। তাই আমি ওকে বিশেষ ধন্যবাদ জানাই। রানটা বেশি না হওয়ায় চাপটাও একটু কম ছিল। ফলে আমি একটু চালিয়ে খেললেও ল্যানিং একটু ধরে খেলে এবং আমাকে সাহায্য করতে থাকে। আমরা দুই ওপেনার চেয়েছিলাম বড় রান করে দলকে এগিয়ে দিতে, যাতে আউট হয়ে গেলেও পরের ব্যাটারদের কোনও রকম সমস্যা না হয়। তা আমরা করতে পেরেছি। এই পিচ সত্যি খুব ভালো। ঠিক ঠাক করে খেলতে পারলে রান রয়েছে। এই জয় আমাদের আত্মবিশ্বাস আরও বাড়ি দেবে। আগামী ম্যাচেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই আমরা।’
For all the latest Sports News Click Here