ম্যাচ জিতে বড় আর্থিক জরিমানার মুখে পড়ল এটিকে মোহনবাগান!
ঘরের মাঠে শ্রীলঙ্কার ব্লু স্টার এসসি-কে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পরে শাস্তির মুখে পড়ল এটিকে মোহনবাগান। ১০ হাজার ডলার জরিমানা করা হল এটিকে মোহনবাগানকে। আসলে এদিনের ম্যাচে নিষিদ্ধ ছিল টিফো, ব্যানার। তবে সেটা আটকানো যায়নি। সেটা ম্যাচের শুরু থেকেই ফুটে উঠেছিল। এএফসি-র নিয়ম অনুসারে মাঠে ব্যানার ও টিফো ঢোকানো যাবে না। কিন্তু সেই নিয়ম ভাঙার জন্যই এ বার ১০ হাজার ডলার জরিমানা দিতে হবে এটিকে মোহনবাগানকে।
যদিও নিয়মভঙ্গের জন্য এটিকে মোহনবাগানের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে বিধাননগর পুলিশের ঘাড়েই দায় চাপানো হয়েছে। অনেকদিন পর ম্যাচ আয়োজন করতে গিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছিলেন না সংগঠকরা। আর সেই কারণেই শুরুর ম্যাচে পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। এই ম্যাচের জন্য ৩৩ হাজার দর্শকের জন্য টিকিট ছাড়া হয়েছিল। তবে অনেক সমর্থকই মাঠে আসেননি। ম্যাচের আগে দুই দল সারি দিয়ে দাঁড়ানোর সময়েই সমর্থকরা গ্যালারিতে ব্যানার ঝোলাতে থাকেন।
মোহনবাগানের বহু সমর্থক ‘রিমুভ এটিকে’-রপ্রতিবাদ শুরু করেছিলেন। বহুদিন ধরেই এই প্রতিবাদ চলছিল। এ বার প্রতিবাদ যুবভারতী স্টেডিয়ামের গ্যালারিকেই বেছে নিয়েছিল। কারণ বহুদিন পরে এটিকে মোহমবাগান যুবভারতীতে খেলছিল। তার সঙ্গে এই ম্যাচে শেষে গ্যালারিতে ব্যানার টিফো নিয়ে যাওয়ার অনুমতি পাওয়া গিয়েছিল। একাধিক সবুজ-মেরুন সমর্থক মঙ্গলবার এএফসি কাপের প্রাক যোগ্যতা অর্জনের ম্যাচে গ্যালারি‘রিমুভএটিকে’ ব্যানার ও টিফো ঝুলিয়ে দিয়েছিলেন। সেখানে গ্যালারির আনাচে কানাচে ছড়িয়ে পড়ে প্রতিবাদ জানিয়েছেন একাধিক সমর্থক। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই ছবিগুলো এই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এই কারণেই শেষ পর্যন্ত বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়ে এটিকে মোহনবাগান।
For all the latest Sports News Click Here