ম্যাচ জিততে কোহলি-পূজারা জুটি দ্রুত ভাঙা আবশ্যক, কবুল করলেন পিটারসেন
প্রথম ইনিংসে ভারতকে ২২৩ রানে রুখে দিলেও নিজেরা ২১০ রানে অলআউট হয়ে তার লাভ তুলতে ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসেও দ্রুত ভারতীয় ওপেনারদের সাজঘরে ফেরত পাঠিয়ে শুরুটা ভাল করে প্রোটিয়া। তবে তৃতীয় উইকেটে ইতিমধ্যেই বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা ৩৩ রান যোগ কর ফেলেছেন। ম্যাচ জিততে তৃতীয় দিনে এই জুটি যে দ্রুত ভাঙতেই হবে, সাফ জানিয়ে দিচ্ছেন কিগান পিটারসেন।
কোহলি ও পূজারাকে দ্বিতীয় দিনের শেষে বেশ মজবুতই দেখিয়েছে। প্রথম ইনিংসেও এই জুটি একত্রে ৬২ রান যোগ করে। কোহলি ব্যক্তিগত ৭৯ রান এবং পূজারা ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন। সেই কথা মনে করিয়ে দিয়েই পিটারসেন দ্বিতীয় দিনের শেষে সাংবাদিক সম্মেলনে জানান, ‘কাল সকালে দ্রুত কয়েকটি উইকেট তুলে নেওয়াটা ভীষণ জরুরি। যে দুইজন এখন ব্যাট করছেন, ওরা আমাদের বিগত কয়েকবার ভীষন জ্বালিয়েছে।’
কোহলি প্রসঙ্গে পিটারসেনের সাফ বক্তব্য। ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটার এবং বারবার সেটা ও প্রমাণও করেছে। ‘নিঃসন্দেহে ওর উইকেটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে যদি আমরা দ্রুত আউট করতে পারি, তাহলে ম্যাচটা একেবারে খুলে যাবে।’ মনে করছেন প্রোটিয়া তারকা। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৫৭ রান। ইতিমধ্যেই ৭০ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। গোটা সিরিজে ভারতীয় মিডল অর্ডারের যা দুর্দশা দেখা গিয়েছে, তাতে এই জুটির বড় রান করাটা ভারতের জয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে।
For all the latest Sports News Click Here