ম্যাচের মাঝে দল তুলে নেওয়ায় জরিমানা, কেরালা ব্লাস্টার্সের আবেদন নাকচ করল AIFF
শুভব্রত মুখার্জি: আইএসএলের গত মরশুমে ম্যাচ চলাকালীন হঠাৎ করেই মাঝপথে রেফারির সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় দল তুলে নিয়েছিল কেরালা ব্লাস্টার্স। ম্যাচ মাঝপথে ছেড়ে চলে যাওয়াতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফের নিষেধাজ্ঞার কবলে পড়েছিল কেরালা। তাদেরকে ৪ কোটি টাকার বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছিল। পাশাপাশি কোচ ইভান ভুকুমানোভিচকেও পাঁচ লক্ষ টাকার জরিমানা এবং ১০ ম্যাচের নিষেধাজ্ঞা চাপানো হয়। সেই জরিমানার বিরুদ্ধে সম্প্রতি এআইএসএফের কাছে আবেদন জানিয়েছিল ক্লাব এবং কোচ । কেরালা ব্লাস্টার্সের আবেদন অবশ্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে নাকচ করে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন… বিয়ের কার্ডে ধোনির ছবি, নাম ও জার্সি নম্বর! মাহি ভক্তের এমন কাজ দেখলে আপনিও অবাক হবেন
এআইএফএফের কমিটি কাছে কেরালা ক্লাবের হেড কোচ ইভান আপিল করেছিলেন যাতে তার ৫ লক্ষ টাকার জরিমানা এবং দশটি ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তবে এআইএফএর আপিল কমিটি ক্লাবের পাশাপাশি কোচের আবেদন ও নাকচ করে দেওয়া হয়েছে। কেরালা ক্লাব এবং তাদের কোচ ইভান আবেদনকে নাকচ করে আপিল কমিটি, শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তকে বহাল রেখেছে।পাশাপাশি তারা জানিয়ে দিয়েছেন দুই সপ্তাহের মধ্যে এই জরিমানার টাকা দিতে হবে ক্লাব এবং কোচ দুজনকেই। এআইএফএফের কাছে এই টাকা জমা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।
আরও পড়ুন… জানেন টিম ইন্ডিয়ার কোন ক্রিকেটারের সঙ্গে ইংল্যান্ডের রাস্তায় ঘুরতে চান অজিঙ্কা রাহানে
প্রসঙ্গত চলতি বছরে ৩রা মার্চ আইএসএলে ঘটেছিল ঘটনাটি। সেখানেই প্লে-অফ ম্যাচে মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসি। সেই ম্যাচে অতিরিক্ত সময়ে সুনীল ছেত্রী আচমকা একটি ফ্রি-কিক নেন। সেই ফ্রি-কিক থেকে গোল করে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। কেরালার দাবি ছিল রেফারি ক্রিস্টাল জন বাঁশি বাজানোর আগেই এই ফ্রি কিকটি নিয়েছেন সুনীল ছেত্রী। উল্লেখ্য এই ফ্রি-কিক থেকে হওয়া গোলেই ১-০ গোলে জিতে আইএসএলের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল বেঙ্গালুরু। এই বিষয়টি নিয়ে ৩১ মার্চ শৃঙ্খলারক্ষা কমিটি সিদ্ধান্ত দিয়েছিল কেরালা ক্লাব এবং কোচের তরফে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। আর তা না হলে ক্লাবকে যে চার কোটি টাকার জরিমানা করা হয়েছে তা বেড়ে হবে ছয় কোটি টাকা।পাশাপাশি কোচের পাঁচ লক্ষ টাকার জরিমানা বেড়ে হবে ১০ লক্ষ। আপিল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে ‘ অভিযুক্ত পক্ষের তরফে যে আবেদন করা হয়েছিল তা নাকচ করে দিয়েছে আপিল কমিটি। কেরালা ব্লাস্টার্স ক্লাবকে শৃঙ্খলা রক্ষাকারী কমিটির সিদ্ধান্ত মেনে এই জরিমানার চার কোটি টাকা সময়মত জমা করার নির্দেশ দেওয়া হচ্ছে। ‘
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here