ম্যাচের মাঝে ক্যামেরাম্যানের উপর চটলেন SRH-র মালিক! ভাইরাল কাব্য মারানের ভিডিয়ো
রবিবার ৯ এপ্রিল রাতে খেলা আইপিএল ম্যাচে দেখা গেল এক মজার দৃশ্য। পঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের মাঝেই ক্যামেরাম্যানের উপর রেগে যান সানরাইজার্সের কর্ণধার কাব্য মারান। SRH-এর মালিকের এই রাগের কারণ ছিল শিখর ধাওয়ান তখন সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের মারছিলেন, এবং ক্যামেরাম্যানরা রানের বৃষ্টির মধ্যে স্টেডিয়ামে উপস্থিত কাব্যা মারানের প্রতিক্রিয়া ধরেছিলেন এবং মাঠের বড় পর্দায় সেটি দেখান হচ্ছিল। যা দেখে বেশ বিরক্ত হয়েছিলেন কাব্য মারান।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের লড়াই চলছিল। নিজেদের মাঠে দুর্দান্ত বোলিং করার সময়, SRH এক সময় পঞ্জাব দলের ৯ উইকেট পড়ে গিয়েছিল। মাত্র ৮৮ রানে পঞ্জাব তাদের ৯ উইকেট হারিয়ে যখন চাপে পড়ে গিয়েছিল তখনই দলের হাল ধরে ছিলেন পঞ্জাবের ক্যাপ্টেন শিখর ধাওয়ান। তিনি একাই পঞ্জাব দলের স্কোর ১৪৩ রানে নিয়ে যান। এবং তাঁর সঙ্গে নিজে ৯৯ রানের ইনিংস খেলেন। শিখর যখন চার-ছক্কার বৃষ্টি বর্ষণ করছিলেন, তখন কাব্য মারান বিরক্ত হয়েছিলেন। এ দিকে ক্যামেরাম্যানরা বারবার তাঁর দিকে ক্যামেরার লেন্স করছিলেন। কাব্য মারানকে এতে অসন্তুষ্ট দেখায় এবং ক্যামেরাম্যানের অ্যাকশনে তিনি রেগে যান। কাব্য মারানের এই রাগান্বিত চেহারা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন… IPL 2023 এ 3D প্লেয়ারের ঝোড়ো ইনিংস দেখে শাস্ত্রীর ২০১৯ বিশ্বকাপের কথা মনে পড়ল
৩০ বছরের কাব্য মারান, সান গ্রুপের মালিক কালানিথি মারানের মেয়ে এবং তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদকে সমর্থন করার জন্য স্টেডিয়ামে নিয়মিত উপস্থিত থাকেন। এমন অবস্থায় ক্যামেরাম্যানরা প্রায়শই তার অভিব্যক্তি ক্যামেরার লেন্স বন্দি করেন, যা সোশ্যাল মিডিয়াতেও বেশ ভাইরাল হয়। এমন অবস্থায় পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ক্যামেরাম্যান যখন ফের কাব্য মারানের দিকে নজর দেন, তখন কাব্য মারান ক্যামেরাম্যানদের উদ্দেশ্যে বললেন, ‘হ্যাট রে।’ তবে কাব্য মারানের এই স্টাইল ভক্তরাও পছন্দ করছেন। ভক্তরা কাব্যর এই ভিডিয়োটি প্রচুর শেয়ার করছেন।
আরও পড়ুন… রোহিতকে হেয় করিনি, ভুয়ো খবর নিয়ে গর্জে উঠলেন তুষার দেশপান্ডে
এই ম্যাচে পঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়েছে সানরাইজার্স। এই আইপিএল মরশুমে এটি SRH-এর প্রথম জয়। এর আগে দুই ম্যাচেই একতরফা হারের মুখে পড়তে হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদকে। গতকাল রাতে খেলা এই ম্যাচে প্রথমে ব্যাট করে শিখর ধাওয়ানের ৯৯ রানের সুবাদে পঞ্জাব ৯ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৪৩ রান তুলেছিল। জবাবে সানরাইজার্স হায়দরাবাদ ১৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে এই লক্ষ্য অর্জন করেছিল। রাহুল ত্রিপাঠী SRH-এর হয়ে ৪৮ বলে ৭৪ রানের ঝলমলে ইনিংস খেলেন। ম্যাচ হারলেও এদিনের ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here