ম্যাচিং পোশাক, ভিড়ে সুস্মিতাকে আগলে রাখল রোমন, তবে কি ভাঙা সম্পর্ক জোড়া লাগল?
২০২১ সালের ডিসেম্বরেই পথ আলাদা হয়েছিল সুস্মিতা সেন আর রোমান শলের। তবে, সোমবার ফের একসাথে দেখা মিলল তাঁদের। তবে এটা ছিল না কোনও সৌজন্য সাক্ষাৎ, বরং রোমন-সুস্মিতার সাথে দেখা গেল তাঁর ছোট মেয়েকেও। সাথে ঘিরে ধরা ভক্তদের থেকে প্রাক্তন প্রেমিকাকে বাঁচাতে দু’হাতে তাঁকে আগলে রাখলেন রোমন।
‘দূরত্ব কি তবে ঘুচল?’, এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে সকলের মনে। কেন এই বিচ্ছেদ হয়েছিল সে খবর সামনে আনেনি কেউই। তবে এদিন তাঁদের একসাথে দেখে অনেকেরই মন খুশিতে যাকে বলে নেচে উঠল। দুই লভবার্ডের মিল হওয়ার আশাতেই বুক বেঁধেছে তাঁরা।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছোট মেয়েকে সাথে নিয়ে একটি ক্লিনিক থেকে বের হন সুস্মিতা। পাশেই দেখা যায় রোমনকে। আর কাকতালীয়ভাবে দু’জনের পোশাকে কী মিল! এরপর সেখানে হাজির হওয়া ভক্তদের সাথে সেলফি তোলেন সুশ। আর তখনই বাড়তে থাকে ভিড়। প্রথমে ইতস্তত করলেও, পরে এগিয়ে আসেন রোমন। দু’ হাত দিয়ে তিনি আগলে রাখেন অভিনেত্রীকে। গাড়িতে তুলে দেন ভিড় ঠেলে। রোমনের এই ব্যবহার মন কেড়েছে সকলের। তাঁকে ‘যথার্থ পুরুষ’ বলেছেন অনেকেই। এমনকী, সুস্মিতার কাছেও তাঁদের অনুরোধ রোমনের সাথে সবকিছু ঠিক করে নিতে।
প্রসঙ্গত, বিচ্ছেদের খবর জানাতে নিজেদের একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রাক্তন মিস ইউনিভার্স লিখেছিলেন, ‘‘আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনও বন্ধুই আছি। সম্পর্ক অনেকদিন চলল… ভালোবাসা এখনও আছে।’ ২০১৮ সালের জুলাই মাস থেকে শুরু হয়েছিল এই সম্পর্ক, যা শেষ হয় ২০২১ সালে। এখন ভিডিয়ো ভাইরাল হতেই মনে প্রশ্ন, সত্যি শেষ? নাকি জোড়া লাগলেও লাগতে পারে!
For all the latest entertainment News Click Here