ম্যাক্সি আর ফ্যাফ CSK ম্যাচের থেকেও ভালো ছন্দে ছিলেন- মুক্ত কন্ঠে প্রশংসা কোহলির
শুভব্রত মুখার্জি: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বরাবর হাই স্কোরিং ম্যাচের সাক্ষী থেকেছে ক্রিকেট সমর্থকেরা। রবিবাসরীয় দুপুরেও আইপিএলের ম্যাচে তার অন্যথা হল না। এ দিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেজ্ঞার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালস। একেবারে রুদ্ধশ্বাস ম্যাচে আরসিবির কাছে মাত্র ৭ রানে হারতে হল রাজস্থানকে। হাই স্কোরিং থ্রিলারে একেবারে শেষ মুহূর্তে এসে বাজিমাত করল আরসিবি। আর এ দিনের ম্যাচেও আরসিবির জয়ের নায়ক নিঃসন্দেহে ফ্যাফ ডু’প্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাচ শেষে সে কথা এক বাক্যে স্বীকার করে নিলেন স্বয়ং বিরাট কোহলি। তাঁর কথায় ম্যাক্সি (গ্লেন ম্যাক্সওয়েল) আর ফ্য়াফের(ফ্যাফ ডু’প্লেসি) এ দিনের কাউন্টার অ্যাটাক চেন্নাই ম্যাচের থেকেও ভালো ছিল।
আরও পড়ুন: আগেই টপকেছেন সচিনের বুড়ো বয়সের রেকর্ড, এ বার গেইলকে পিছনে ফেলে নয়া নজির ফ্যাফের
ম্যাচ শেষে বিরাট কোহলি বলেছেন, ‘সত্যি বলতে টসের আগেই আমাদের মধ্যে ম্যাচের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়ে যায়। পিচকে দেখেই মনে হচ্ছিল বেশ শুষ্ক। আমি সেটা দলের সকলকেই বলেছিলামও। আমি এটাও বলেছিলাম ম্যাচে অন্ততপক্ষে দশ ওভার ফ্লাডলাইট ব্যাট করতে হবে, যা মোটেও সহজ হবে না। অ্যাডভান্টেজ বলতে ততক্ষণে বলটা যথেষ্ট ব্যবহারও হয়ে গিয়েছে। তবে ইমপ্যাক্ট ক্রিকেটারের আইনের ফলে একজন অতিরিক্ত ব্যাটারকে পাওয়া যাবে। ফলে ম্যাচে লড়াইটা সব সময়ে বজায় থাকবে।আর সেই কারণেই চলতি আইপিএলে এতগুলো ম্যাচ ক্লোজ ফিনিশ হয়েছে। ম্যাক্সি আর ফ্যাফের এ দিনের কাউন্টার অ্যাটাক চেন্নাই ম্যাচের থেকেও ভালো ছিল। এটাও বলতে হবে, সে দিনের উইকেটটাও আজকের থেকে অনেক ভালো ছিল।’
আরও পড়ুন: নাইট বোলারদের ছাতু করে রানের পাহাড়ে উঠল চেন্নাই, ইডেনে গড়ে ফেলল রেকর্ড
তিনি আরও যোগ করেন, ‘ম্যাক্সি মাত্র চার ওভারেই ম্যাচটা বিপক্ষের গ্রাস থেকে দূরে নিয়ে যায়। আমরা ভেবেছিলাম এই উইকেটে ১৬০ রান হয়তো যথেষ্ট হবে। তবে যে ভাবে ওরা (ফ্যাফ, গ্লেন) ব্যাট করেছে, তা আমাদের ১৯০-তে পৌঁছাতে সাহায্য করেছে। আশা করছি, পরের ম্যাচে জস (হ্যাজেলউড) ফিরে আসবে। তা হলে আমাদের বোলিং অ্যাটাক আরও শক্তিশালী হবে। জস সব সময়ে কঠিন ওভারগুলো বল করে। চিন্নাস্বামীতে যা মোটেও সহজ নয়। হ্যাজেলউড চলে আসার পরবর্তীতে আমাদের বোলিং অ্যাটাককে সম্পূর্ণ আলাদা দেখাতে পারে।’
এ দিনের ম্যাচে আরসিবি প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৮৯ রান করে। ফ্যাফ ডু’প্লেসি ৬২ এবং গ্লেন ম্যাক্সওয়েল ৪৪ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এ দিনের ম্যাচে বিরাট কোহলি অবশ্য রান পাননি। তিনি গোল্ডেন ডাক করে আউট হয়ে যান। এ ছাড়া আরসিবি-র আর কোনও ব্যাটার বলার মতন রান পাননি। জবাবে রাজস্থান রয়্যালস ৬ উইকেটে ১৮২ রান তুলেই আটকে যায়। যশস্বী জয়সওয়াল ৪৭, দেবদূত পাডিক্কাল ৫২ এবং ধ্রুব জুড়েল ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলে ও জয় নিশ্চিত করতে পারেননি। ফলে ৭ রানের ব্যবধানে ম্যাচ জেতে আরসিবি।
For all the latest Sports News Click Here