মৌ-ডোডোর মাঝে চাঁদনি, মেয়েবেলায় বিয়ে ফেলে প্রেমিকার কাছে ছুটল নির্ঝর
মাত্র কিছুদিন আগেই স্টার জলসার একদম প্রাইম স্লটে শুরু হয়েছে মেয়েবেলা। এক সংসারে থাকা মেয়েদের মধ্যে সমীকরণ কেমন হয়, তাঁরা কি একে অন্যের শত্রু হয় নাকি এক ছাদের তলায় থাকতে থাকতে বন্ধু হয়ে সেই গল্পই তুলে ধরা হবে এই ধারাবাহিকে। আপাতত বিনা মেঘে বজ্রপাতের মতো সেখানে চাঁদনির বদলে মৌয়ের সঙ্গে ডোডোর বিয়ে হয়ে যায়। গল্পের মোড় পুরো ঘুরে যায়। আবারও সেখানে নতুন টুইস্ট আসতে দেখা যাচ্ছে। আর সেটারই আভাস দিল নতুন প্রোমো।
গল্প বিগত কিছুদিন ধরে দেখা যাচ্ছে, ডোডোর কাজের জায়গায় সমস্যা আসায় সবাই তাকে নানা ভাবে সাহায্য করার চেষ্টা করলেও পেরে ওঠে না। এদিকে তার সঙ্গে চাঁদনির বিয়ে ঠিক হয়ে আছে। কিন্তু সেসবকে ভন্ডুল করে দিল মৌয়ের মশাই ওরফে মেসো। তিনি ডোডোকে টাকা দিয়ে সাহায্য তো করেন, তবে দুটো শর্তও দেন। এক, সেই বাড়ির একতলা তিনি এই টাকার বিনিময়ে কিনে নিলেন। দুই, ডোডো র সঙ্গে মৌয়ের বিয়ে দিতে হবে। গতি না দেখে সবাই তাতেই রাজি হয়। যদিও মৌ নিজে প্রথমে ঘোর আপত্তি করে। কিন্তু পরে রাজি হয়। অন্যদিকে ডোডোর মায়ের চরিত্রে অভিনয় করা রূপা গঙ্গোপাধ্যায় কিছুতেই তাঁর পুত্রবধূ রূপে চাঁদনির জায়গায় মৌকে মানতে পারেন না। এদিকে চাঁদনিকে না জানিয়েই মৌয়ের সঙ্গে আইনি বিয়ে সারে ডোডো।
পরে চাঁদনি সবটা জানলে বলে যে সে আর মৌ আর ডোডোর মধ্যে আসবে না। এক নিমেষে তাদের বারো বছরের সম্পর্ক ভেঙেচুরে ওলোট পালোট হয়ে যায়। কিন্তু মুখে বললেও মন কি আর বোঝে!
এদিকে মৌ আর ডোডোর সামাজিক বিয়ের প্রস্তুতি হয়ে গিয়েছে। সেখানে চাঁদনি আসে। এবং তাকে একটি হার পরিয়ে দিতে চায়। উত্তরে মৌ তাকে বলে যে যে জিনিসে তার অধিকার নেই সেটা সে নেবে না। এটা শুনে সে ভীষন কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। তখন ডোডোর মা বীথি তাকে বলে সে যেন চাঁদনিকে ছেড়ে দিয়ে আসে।
মায়ের বাধ্য ছেলের মতো চাঁদনির সঙ্গে যায় ডোডো। এদিকে গাড়িতে অসুস্থ হয়ে পড়ে চাঁদনি। অন্যদিকে বিয়ে লগ্ন পেরিয়ে যেতে থাকে। এবার? এমনই চমক ভরা টুইস্ট নিয়ে আসছে এই ধারাবাহিক। এমনিতেই আনকোরা গল্প, তার মধ্যে এমন টুইস্ট। ফলে সবটা মিলিয়েই যে মেয়েবেলা এখন জমজমাট সেটা আর বলার অপেক্ষা রাখে না।
For all the latest entertainment News Click Here