মৌনি ফিরতেই শীর্ষে ডান্স বাংলা ডান্স, পিছিয়ে রচনা! রিয়ালিটি শো-এর রিপোর্ট কার্ড
বাংলা টেলিভিশনের মুকুটহীন রানি রচনা বন্দ্যোপাধ্যায়। দেড় দশকেরও বেশি সময় ধরে ‘দিদি নম্বর ১’-এর জনপ্রিয়তটা অটুট রেখেছেন তিনি। নন-ফিকশন জঁরে দিদিকে টেক্কা দেওয়া সহজ নয়। গত কয়েক সপ্তাহ ধরে এক নম্বর স্থান ধরে রেখেছিলেন রচনা। তবে এই সপ্তাহে ফের বদল রিয়্যালিটি শো-এর রিপোর্ট কার্ডে। ‘দিদি নম্বর ১’-এর সানডে ধামাকা পর্ব নয়, এইবার সবচেয়ে বেশি নম্বর নিয়ে শীর্ষে ‘ডান্স বাংলা ডান্স’।
আইপিএল মরসুমে কমবেশি নম্বর কমেছে সব ধারাবাহিকের, আলাদা নয় নন-ফিকশন জঁর-এর শো গুলিও। এই সপ্তাহে নন-ফিকশনের টিআরপি তালিকায় সেরার সেরা জি বাংলার ডান্স রিয়ালিটি শো। বাকিদের পিছনে ফেললেন শুভশ্রী-শ্রাবন্তী-মৌনিরা। গত কয়েক সপ্তাহ ধরে দু-নম্বরে আটকে যাচ্ছিল এই শো। কিন্তু মৌনি ফিরতেই শো’তে বেড়েছে গ্ল্যামার কোশেন্ট। ৫.২ নম্বর নিয়ে শীর্ষে এই শো। তিন বঙ্গ ললনার পাশাপাশি এই শো’তে রয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী এবং হোস্ট অঙ্কুশ। তাঁদের খুনসুটিও দর্শকদের আকর্ষণ ধরে রেখেছে।
একটু পিছিয়ে ৪.৯ নম্বর নিয়ে দু-নম্বর থাকল দিদি নম্বর ১-এর সানডে ধামাকা এপিসোড। অনান্য দিনেও ‘গুড্ডি’কে টেক্কা দিতে স্লট দখলে রেখেছেন রচনা। সংগ্রহে ২.৫ নম্বর। প্রায় শেষলগ্নে উপস্থিত হয়েছে ‘সুপার সিঙ্গার’। স্টার জলসার এই গানের রিয়ালিটি শো-এর ফিনালে পর্বের শ্য়ুটিংও নাকি হয়ে গিয়েছে। তবে টিআরপি তালিকায় আঁচড় কাটতে পারল না এই শো। একবার স্লট দখলে সফল হয়নি। এই সপ্তাহে সুপার সিঙ্গারদের ঝুলিতে থাকল ৩.৭ নম্বর।
এক নজরে নন-ফিকশন জঁরের টিআরপি-
ডান্স বাংলা ডান্স- (৫.২)
দিদি নম্বর [সানডে ধামাকা] (৪.৯)
সুপার সিঙ্গার ৪ (৩.৭)
ঘরে ঘরে জি বাংলা (১.৬)
নন-ফিকশনে তো শুরু থেকেই চাম্পিয়ান জি বাংলা। সুপার সিঙ্গার সিজন ৪ শুরু থেকেই ব্যর্থ হয়েছে ‘সারেগামাপা’কে টেক্কা দিতে, এখন ‘ডান্স বংলা ডান্স’-এর সঙ্গেও লড়াইতে এঁটে উঠতে পারছে না। এই শো’তে বিচারকের আসনে রয়েছেন মোনালি ঠাকুর, শান এবং রূপম ইসলাম। সঞ্চালনার দায়িত্বে যিশু সেনগুপ্তের মতো পোড়খাওয়া সঞ্চালক।
প্রসঙ্গত, খুব জলদি স্টার জলসার পর্দায় আসছে নতুন রিয়ালিটি শো। যা খানিকটা তৈরি ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’র ধাঁচে। টেলিপাড়া সূত্রের খবর, সেই রিয়ালিটি শো-এর সঞ্চালক হিসাবে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে (Parambrata Chatterjee)। স্টার্ট আপ-এর ভাবনা এই শো-এর ভিত, তবে জানা যাচ্ছে মূলত মহিলাকেন্দ্রিক হবে এই রিয়ালিটি শো। দিদিকে টেক্কা দিতেই নয়া ফন্দি প্রতিপক্ষের। কতটা সাফল্য় আসবে এখন সেটাই দেখবার।
For all the latest entertainment News Click Here