মৌনি নিজেও কি মনে করেন ব্রহ্মাস্ত্রতে আলিয়ার থেকে তাঁর চরিত্রর গুরুত্ব বেশি?
Mouni Roy On Alia Bhatt’s Character In Brahmāstra: ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে ভালো ব্যবসা করলেও ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এখনও। বিশেষ করে আলিয়ার চরিত্র ইশা নিয়ে। অনেকেরই দাবি রণবীর অর্থাৎ শিবার সঙ্গে প্রেম করা ছাড়া এই সিনেমায় তাঁর কোনও গুরুত্বই নেই। এমনকী অনেকেরই দাবি তাঁর থেকে বেশি ভালো কাজ করেছেন মৌনি রায়। ব্রহ্মাস্ত্র-তে মৌনি রায়ের চরিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্প্রতি এই নিয়ে মুখও খুলেছেন এই বাঙালি নায়িকা।
‘আমার তো মনে হয় না কম বা বেশি গুরুত্বপূর্ণ বলে কিছু হয়। আসলে জুনুন চরিত্রটার মধ্যে একটা শক্তি আছে, একটা আলাদা দিক আছে যেটা দর্শককে আকৃষ্ট করেছে, যেটা আমি নিজেও ভাবিনি। আমার চরিত্র আমারই, আমাকে এখানে নেতিবাচক ভূমিকায় অভিনয় করতে হয়েছে। এটাই ছিল আমার দায়িত্ব। আমাকে নিজের চরিত্রে মনযোগ দিতে হত, আর আমি দিয়েওছি। দর্শকদের থেকে প্রশংসা পাওয়া আমার খুব সৌভাগ্যের ব্যাপার। আমার তো মনে হয় এত বছর ধরে যে পরিশ্রম করে এসেছি সেটাই এবার কাজে এসেছে। তবে আমি মনে করি আমি যখন বলি ব্রহ্মাস্ত্র আমাদের সবার, খুব সৎভাবেই সেটা বলি। যেই দুনিয়াটা আরিয়ান তৈরি করেছে, কিছু নায়ক আর ভিএফএক্স দিয়ে। এই সিনেমার প্রতিটা চরিত্রর জন্যই এই ছবিটা আজ দাঁড়িয়েছে। আপনি কোনওভাবেই কারও চরিত্রকে আলাদা করতে পারবেন না এই ছবি থেকে।’, বলেন মৌনি।
৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ব্রহ্মাস্ত্র। অয়ন মুখোপাধ্যায়ের এই সিনেমায় রয়েছেন অমিতাভ বচ্চন আর নাগার্জুনাও। গোটা বিশ্বজুড়ে ৪২৫ কোটির ব্যবসা করেছে এই ছবি। এটি সবথেকে বেশি আয় করা হিন্দি ছবি ২০২২-এর। তবে সবভাষা মিলিয়ে হিসেব করলে আছে ৩ নম্বরে, ‘কেজিএফ ২’ এবং ‘আরআরআর’-এর পিছনে।
For all the latest entertainment News Click Here