মোহনবাগানের বিদেশি ডিফেন্ডারকে টার্গেট, ডিফেন্স মজবুত করতে উদ্যোগী ইস্টবেঙ্গল
শুভব্রত মুখার্জি: শেষ কয়েকটা মরশুম একেবারেই ভালো যায়নি ইস্টবেঙ্গলের। আইএসএলের শেষ কয়েকটা মরশুমে পয়েন্ট তালিকার একেবারে নিচের দিকে শেষ করেছে তারা। দুটি পজিশন নিয়ে বারবার সমস্যায় পড়তে হয়েছে তাদের। তাদের স্ট্রাইকাররা যেমন একদিকে গোল করতে ব্যর্থ হয়েছেন, তেমনি তাদের ডিফেন্সও অত্যন্ত খারাপ খেলেছে। তারাও গোল ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। ফলে আগামী মরশুম শুরুর আগেই বেশ সাবধানী পদক্ষেপ নিচ্ছে ইস্টবেঙ্গল। নিজেদের ডিফেন্সকে মজবুত করতে এবার তাদের নজরে রয়েছে মোহনবাগানে খেলা বিদেশি স্লাভকো ডামিয়ানোভিচ।
স্লাভকো ডামিয়ানোভিচকে মোহনবাগান ছেড়ে দিতে পারে বলে একটা জল্পনা রয়েছে। সাম্প্রতিক সময়ে স্লাভকোর সোশ্যাল মিডিয়াতে পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে। তারপরেই আসরে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের নাম। এরপরেই রটনা যে ডামিয়ানোভিচকে প্রস্তাব দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফে। যদিও বিষয়টি নিয়ে না সংশ্লিষ্ট ফুটবলার না লাল হলুদ কতৃপক্ষ কেউ মুখ খোলেনি। পাশাপাশি মোহনবাগান আদৌ ডামিয়ানোভিচকে ছাড়তে রাজি কিনা তাও স্পষ্ট নয়। তবে জল্পনার সূত্রপাত স্লাভকোর এক পোস্ট ঘিরে।
কী লিখেছিলেন সেই পোস্টে স্লাভকো? স্লাভকো তাঁর ইন্সটাগ্রামে মোট ৮টি ছবি পোস্ট করেন। যেখানে যেমন রয়েছে তাঁর সতীর্থদের সঙ্গে ছবি তেমন রয়েছে আইএসএল জয়ের পরে দলের সঙ্গে ছবিও। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন ‘অনবদ্য একটা মরশুম। আমাদেরকে সাপোর্ট করার জন্য প্রত্যেককে ধন্যবাদ।’ প্রসঙ্গত মোহনবাগানের ডিফেন্স সামলানোর পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গোলও করেছেন স্লাভকো। শেষ আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফিরতি ম্যাচেও গোল রয়েছে তাঁর। ফলে স্লাভকোকে দলে পেলে যেমন মিটতে পারে ডিফেন্সের সমস্যা তেমন পাশাপাশি গোল করার একজন অতিরিক্ত লোককেও পেতে পারে দল। আর সেই কারণেই বিশেষজ্ঞরা মনে করছেন ইস্টবেঙ্গল ঝাঁপাতে পারে এই বিদেশি ডিফেন্ডারকে পেতে।
For all the latest Sports News Click Here