মোবাইলে বিশেষ কভার পরাতে হবে, সেটি থাকলেই সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে ঢোকা যাবে
মঙ্গলবার সকালেই ছড়িয়ে পড়েছিল বেশ কয়েকটি ভিডিয়ো। সূর্যগড় কেল্লার। সেখানেই বিয়ের আসর বসেছে। বেশ বজ্র আঁটুনিতেই বেঁধে রাখা হয়েছে নিরাপত্তা। কিন্তু তার পরেও ছড়িয়ে পড়েছিল ভিডিয়ো। এবার এই সমস্যা আটকাতে নেওয়া হল বিশেষ ব্যবস্থা।
সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানির দিকে এখন সারা দেশের বিনোদন জগতপ্রেমীদের চোখ। রাজস্থানের জয়সলমেরে তাঁদের বিয়ের আসর জমেছে। একেবারে লোকচক্ষু এবং ক্যামেরার আড়ালেই তাঁদের বিয়ের অনুষ্ঠান হতে চলেছে। এমনকী বিয়ে বাড়িতে কোনও ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না— এমন কথাই বলে দেওয়া হয়েছিল আগে থেকে। পেশাদার আলোকচিত্রীদের দিয়ে ছবি তোলানোর পরে, সেই ছবিই প্রকাশ করা হবে।
কিন্তু এত কিছুর পরেও নিরাপত্তায় থেকে গিয়েছিল ফাটল। আর তার প্রমাণ পাওয়া যায় সোমবার রাতেই। বিয়েবাড়ির একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, মঙ্গলবার সকালেও বিয়ের হলদি অনুষ্ঠান যেখানে হবে, সেই জায়গার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েই। এর পরেই বড় সিদ্ধান্ত নেওয়া হল উদ্যোক্তাদের তরফে। মোবাইলে পরাতে হবে বিশেষ কভার।
এই কভারের ছবিও প্রকাশ্যে এসেছে। এতে ক্যামেরা ঢেকে রাখা। কোনও ভাবেই মোবাইল ফোন দিয়ে যাতে আর ছবি তোলা না যায়, তাই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে। উপস্থিত অতিথি, কর্মকর্তা থেকে শুরু করে যাঁরা নানা ধরনের কাজ করছেন, তাঁদের প্রত্যেকেরই ফোনেই থাকবে বিশেষ কভার। তবেই তাঁরা ওই অনুষ্ঠানে ঢুকতে পারবেন।
আপাতত এভাবেই বিয়ের অনুষ্ঠানের ভিডিয়ো ছড়িয়ে পড়া আটকানোর চেষ্টা হচ্ছে বলে জানা গিয়েছে।
For all the latest entertainment News Click Here