‘মোনা ডার্লিং…’ গদি চেয়ারে বসে সৌরভ, নতুন রূপে লুকিয়ে সিনেমায় নামার ইঙ্গিত?
হিন্দি ছবির পোকা? পুরনো দিনের হিন্দি ছবি দেখেন খুব? তাহলে শত্রুঘ্ন সিনহা অভিনীত কালিচরণ ছবিটার কথা মনে আছে নিশ্চয়? বিশেষ করে এই ছবিতে অজিত খানের সেই হাড় হিম করা কণ্ঠস্বরে ‘ মোনা ডার্লিং…’ ডায়লগটা নিশ্চয় আপনার মনে আছে। এটা একটি কালজয়ী সংলাপ বলা চলে। এবার সেই সংলাপ শোনা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে। দাদার মুখে এই সংলাপ শুনে আপনিও চমকে উঠতে বাধ্য। কিন্তু এমন কী হল যে বাস্তবে খোদ সৌরভ গঙ্গোপাধ্যায় এমন ডায়লগ বলছেন?
সৌরভের একটি গদি আঁটা চেয়ারে আয়েস করে বসে আছেন। কিন্তু একি চেহারা তাঁর! এ কোন রূপে ধরা দিলেন তিনি? তাঁর পরনে দেখা যাচ্ছে ক্রিম রঙের একটি সাফারি শ্যুট, তার সঙ্গে পরে আছেন একটি ব্লেজার। তিনি চোখে আবার রোদ চশমাও পরে আছেন। পা দুটো তুলে রাখা আছেন টেবিলের উপর। অনেক ভেবেও দাদার এমন রূপ..? নাহ! মনে করতে পারলাম না কিছুতেই। এই ভঙ্গিমায় বসেই তিনি একজনকে বলছেন, ‘মোনা ডার্লিং, সোনা কোথায়?’
এই দৃশ্য দেখলে আপনিও চমকে উঠবেন। মনে হবে যেন ৬০-৭০ দশকের কোনও ছবির দৃশ্য দেখছেন বুঝি! সেখানেও ভিলেনকে যে একই রূপে দেখা যেত। তাঁদের সঙ্গে দেখা যেত মহিলা সেক্রেটারিকে। তিনিই সামলাতেন ‘বস’-এর সমস্ত কাগজ, গোপন নথি, ইত্যাদি। কিন্তু সৌরভের এই লুক কেন? তবে কি খেলা, সঞ্চালনা, বিজ্ঞাপনের পর সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবার সিনেমার পর্দায় দেখা যেতে চলেছে? সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে।
একই সৌরভের বায়োপিক নিয়ে হইচইয়ের অন্ত নেই। বর্তমানে সেই ছবির স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। কে থাকবে দাদার ভূমিকায় সেটাও এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে এই বছর থেকেই এই ছবির শ্যুটিং শুরু হবে। কিন্তু তাহলে এটা কী?
সৌরভ আদতে একটি আরও একটি বিজ্ঞাপনে কাজ করছেন সেটারই ঝলক এটা। গোটা দল নিয়ে মুম্বইয়ে রয়েছেন দাদা এই সংস্থার বিজ্ঞাপনের কাজে। সেখানে এই শ্যুটিং চলছে। আর সেখানেই এই নতুন লুকে ধরা দিলেন সকলের পছন্দের দাদা।
মুম্বইয়ে সৌরভ এবং ধোনির দেখা হয়। তাঁদের সেই সাক্ষাতের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। ধোনিকে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে সৌরভ এনেছিলেন। যদিও পরে তাঁদের সমীকরণ নিয়ে নানা কথা শোনা যায়। অনেকেই মনে করেছিলেন সৌরভকে দল থেকে বাদ দেওয়ার নেপথ্যে ছিলেন ধোনি।
For all the latest entertainment News Click Here