মোদীজির মিমিক্রি করেছেন তাঁরই সামনে! বারাণসীর অন্ধ কমেডিয়ানে মুগ্ধ ইন্ডিয়া
রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে মশকরা অনেকেই করেন। তবে প্রধানমন্ত্রীর সামনে তাঁর মিমিক্রি করবার হিম্মত ক’জনের থাকে? সেই সাহসিকতা আর ট্যালেন্টের জোরেই এখন গোটা ইন্ডিয়ার নয়ণের মণি বারাণসীর অন্ধ কমেডিয়ান অভয় কুমার। ‘দ্য কপিল শর্মা শো’এর জায়গায় সোনি চ্যানেলে শুরু হয়েছে ‘ইন্ডিয়াজ লাফটার চ্যাম্পিয়ান’। আর সেই শো’তেই স্ট্যান্ড আপ কমেডি করে সবার মন জিতে নিয়েছেন অভয়।
চোখে দেখতে পায় না, তবে তাঁর প্রতিভার কদর করতে বাধ্য হবেন আপনি। অভয় শর্মার পারফরম্যান্স-এর একটি ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। হাসি-ঠাট্টার মোড়কে নিজের জীবনের প্রতিবন্ধকতার গল্প সুন্দরভাবে উপস্থাপিত করেছেন এই কৌতুক শিল্পী। প্রেম হোক বা অভিনয়- অন্ধ হওয়ার জেরে জীবনে বারবার ‘না’ শুনতে হয়েছে তাঁকে।
অভয় জানান তিনি শুধু মোদিজী নয়, রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মিমিক্রিও করে থাকেন। একবার মোদিজীর সঙ্গে সাক্ষাৎ-এর সুযোগ হয়েছিল তাঁর। প্রধানমন্ত্রী স্বয়ং তাঁকে নিজের মিমিক্রি করে দেখানোর অনুরোধ জানান।
অভয়ের মিমিক্রি মন ছুঁয়ে যায় মোদীর। বারাণসীর এই ভূমিপুত্রকে প্রশংসায় ভরিয়ে দেন তিনি। বারাণসী হিন্দু মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র অভয়। ২৪ বছরের এই কমেডিয়ানের সঙ্গে মোদীর পরিচয় হয়েছিল বারাণসীর ডিজেল লোকোমোটিভ ওয়ার্স-এর ক্যাম্পাসে। সেখানে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ প্রোগামের নকল করে দেখিয়েছিলেন অভয়।
জন্ম থেকেই দু-চোখে দেখতে পায় না অভয়। তবে তাঁর কথায়, ‘আমি অন্ধ, কিন্তু এটাকে হাতিয়ার করে আমি কোনও সহানুভূতি পেতে চাই না। আমার প্রতিবন্ধকতাই আমার শক্তি। আমি চাই আমার ট্যালেন্ট দেখে লোকে আমার বিচার করুক’।
For all the latest entertainment News Click Here