মেয়ে সানার জন্য মন কেমন করে উঠল সৌরভের? সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন মহারাজ
বংক্রাশ হিসেবে যদি সৌরভ গাঙ্গুলীর নাম নেওয়া হয় তাহলে বোধহয় কম বলা হবে না! মহারাজের ব্যাপারে উৎসাহ বাঙালির চিরকালের। খেলা থেকে অবসর নিলেন যখন, তখনও তা কমেনি। আর এখন তো দাদার কাঁধে বড় দায়িত্ব। তবে সৌরভের সাথে সাথে খবরে থাকেন বউ ডোনা আর মেয়ে সানাও। দু’জনেই এখন আছেন লন্ডনে। উচ্চিক্ষার খাতিরে মেয়েকে বিদেশে পাঠিয়েছেন সৌরভ। আর সাথে সেখানে চলে গিয়েছেন ডোনা নিজেও। সে কারণেই কি মেয়েকে মিস করছেন সৌরভ?
আসলে সৌরভের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই এই জল্পনার শুরু। টুইটারে একটি ছবির টিজার শেয়ার করে নিয়েছেন দাদা। এরকম সচারাচর দেখা যায় না। আর সেই ছবি বাবা-মেয়ের গল্প নিয়ে। সিনেমার নাম ‘আয় খুকু আয়’। লিখেছেন, ‘বাবা-মেয়ের সম্পর্ক চিরকালীন।’ সৌরভ তাঁর ছবির টিজার শেয়ার করায় আপ্লুত প্রসেনজিৎও। লিখেছেন, ‘জানি, বাবা-মেয়ের এই সম্পর্ক আপনার কাছে কতখানি দামি। আপনার এবং সানার জন্য অনেক ভালবাসা।’ আরও পড়ুন: আয় খুকু আয়: নতুন বছরে ‘টেকো’ নির্মল ও তাঁর খুকুর গল্প নিয়ে হাজির প্রসেনজিৎ-দিতিপ্রিয়া
‘আয় খুকু আয়’ ছবিতে প্রসেনজিতের লুক দেখার মতো। মাথায় টাক, বয়সের ছাপ ভাঙা গালে, না কামানো দাড়িতে। অভাবের সংসার দুজনের, একা এক বাবা কেমনভাবে বাবা-মা উভয়ের দায়িত্ব পালন করে বড় করে তুলছে মেয়েকে সমাজের সব গঞ্জনা সহ্য করে তাই উঠে আসবে ছবিতে। ছবিতে বাবা নির্মলের চরিত্রে প্রসেনজিৎ, মেয়ের চরিত্রে দিতিপ্রিয়া। রয়েছেন সৃজিত-পত্নী মিথিলাও। ‘আয় খুকু আয়’ মুক্তি পাচ্ছে ২৭ মে।
প্রসঙ্গত, ওই দিনে বক্স অফিসে জব্বর লড়াই হওয়ার কথা। কারণ একই দিনে চার-চারটি বাংলা ছবি মুক্তি পাচ্ছে। ‘আয় খুকু আয়’-এর সাথে রয়েছে অরিন্দম শীলের গোয়েন্দা ‘শবর’, যশ-এনার রোম্যআন্টিক ড্রামা ‘চিনেবাদাম’, রয়েছে শ্রাবন্তীর ‘ভয় পেয় না’-ও। খেলা জমবে ভালো!
For all the latest entertainment News Click Here