মেয়ে মিশার জন্মদিন, পার্টিতে হাজির শাহিদের বাবা-মা নীলিমা, পঙ্কজ কাপুর! আর কে?
শুক্রবার ৬ বছরে পা রাখল শাহিদ কাপুর এবং মীরা রাজপুত কন্যা মিশা। মেয়ের জন্য জমকালো বার্থ ডে পার্টির আয়োজন করেছিল এই দম্পতি। পার্টিতে মেয়ে ইনায়াকে নিয়ে সোহা আলি খান, করণ জোহরের ছেলে যশ ও রুহি, রিতেশ দেশমুখের ছেলে রিয়ান ও রাহিল এবং অঙ্গদ বেদির ছেলে গুরিক হাজির ছিলেন। শহিদের বাবা পঙ্কজ কাপুর এবং মা নীলিমা আজমিও পরিবারের সঙ্গে যোগ দিয়েছিলেন পার্টিতে।
পার্টিতে কালো টি-শার্ট এবং ডেনিম পরে ধরা দেন শাহিদ। কালো টপ এবং বেলবস প্যান্টে দেখা মেলে মীরার। মিশাকে গোলাপি আউটফিটে দেখা যায়। কেক, বেলুন, প্ল্যাকার্ড, ব়্যাপারে সেজে উঠেছিল জন্মদিন পার্টি। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘মিশার জাদুকরী জন্মদিনে স্বাগতম’। আরও পড়ুন: ভারতে ফিরেই প্রথম ফটোশ্যুট হারনাজের, ডিপ-নেক কালো গাউনে বোল্ড লুকে মিস ইউনিভার্স
শহিদের মা নীলিমা আজিমকে শারারাতে দেখা গিয়েছিল। শাহিদের ভাই ইশান খট্টরও হাজির হয়েছিলেন পার্টিতে। পারিবারিক ছবির জন্য পোজও দিয়েছেন তারা। শহিদের বাবা পঙ্কজ কাপুর স্ত্রী সুপ্রিয়া পাঠক এবং মেয়ে সানা কাপুরের সঙ্গে পার্টিতে যোগ দিয়েছিলেন। সানা আসন্ন ছবি ‘সরোজ কা রিশতা’ দিয়ে তার অভিনয়ে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত। আরও পড়ুন: Bollywood remake: হলিউডে সুপার হিট, এই ৬ রিমেক ছবি বলিউডে ফ্লপের তকমা পেয়েছে!
সোহা ও কুনাল ইনায়ার সঙ্গে পার্টিতে গিয়েছিলেন। পাঁচ বছর বয়সী খুদে ধূসর রঙের পোশাক পরেছিলেন। রিতেশ এবং জেনেলিয়া দুই ছেলেকে নিয়ে পার্টিতে হাজির হয়েছিলেন।
২০১৫ সালের ৭ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। দুই সন্তান মিশা এবং জৈন। সম্প্রতি পরিবারের সঙ্গে ইউরোপ ট্রিপে গিয়েছিলেন শাহিদ। সেখানে তাঁদের বিবাহবার্ষিকীও উদযাপন করেছিলেন। আরও পড়ুন: Ishaan Khatter: মুম্বইয়ে ইশানের সাগরমুখী বিলাসবহুল ফ্ল্যাট, ঘুরিয়ে দেখালেন অন্দরমহলের দৃশ্য
শাহিদকে শেষবার গৌতম তিন্নাউর ‘জার্সি’ ছবিতে দেখা গিয়েছিল। বিপরীতে ছিলেন ম্রুণাল ঠাকুর। অভিনেতার নতুন বেশ কিছু প্রকল্প রয়েছে। তাঁকে পরবর্তীতে OTT আত্মপ্রকাশ করতে দেখা যাবে। যদিও ছবির নাম এখনও প্রকাশ পায়নি। শাহিদ একটি অ্যাকশন-বিনোদনমূলক সিনেমার জন্য পরিচালক আলি আব্বাস জাফরের সঙ্গে হাত মিলিয়েছেন।
For all the latest entertainment News Click Here