মেয়ে ভামিকার সঙ্গে খেলায় মশগুল বিরাট; ছবি দেখে মন গলল রণবীরের, দেখুন কী বললেন…
সোমবার ফ্যানেদের দারুণ সারপ্রাইজ দিলেন অনুষ্কা। বিরাটের সঙ্গে ভামিকার নতুন ছবি শেয়ার করে নিলেন ইনস্টাগ্রামের দেওয়ালে। যদিও তাঁদের মেয়ের মুখের ছবি শেয়ার করেননি এই তারকা দম্পতি। ওই ছবিতে দেখা যাচ্ছে হরেক রঙের বলে ভরা একটি দোলনায় বসে রয়েছেন একরত্তি ভামিকা। তাঁর ভাবভঙ্গি থেকেই স্পষ্ট যে রীতিমত হাঁ করে বেশ অবাকভাবেই বাবার দিকে তাকিয়ে রয়েছে সে। নেটিজেনদের নজর এড়ায়নি ছোট্ট ভামিকার ফুল ফুল ছাপ জামা ও মাথায় বাঁধা বড় বড় দু’খানা ঝুঁটি। অন্যদিকে, মেয়ের দিকে একভাবে তাকিয়ে খিলখিলিয়ে হাসছেন বিরাট। ছবির ক্যাপশনে অনুষ্কা লিখেছেন, ‘আমার গোটা হৃদয় একটা ফ্রেমে বন্দি’।
লেখাই বাহুল্য, এই মিষ্টি ছবির প্রেমে পড়েছে নেটিজেনরা। তালিকায় রয়েছেন রণবীর সিং-ও। তাঁর জলজ্যান্ত প্রমান ছবির কমেন্ট বক্সে রণবীরের কমেন্ট যা ইতিমধ্যেই তারিফ কুড়িয়েছে নেট নাগরিকদের। এমনিতেই সোসিয়াল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ রণবীর। তারকা সুলভ কোনও নাক উঁচু হাবভাব না দেখিয়ে দিব্যি অন্যান্য তারকাদের পোস্টে নিজের ভালোলাগা প্রকাশ করেন তিনি। তাঁর সেসব মজাদার কমেন্ট নিমিষে ছুঁয়ে ফেলে নেটিজেনদের হৃদয়। এবারের ঘটনাটিও খানিকটা সেরকমই। মেয়ে ভামিকার সঙ্গে বিরাটের এই ছবিতে পরপর বেশ কয়েকটি হৃদয় মার্কা চোখের ইমোজি দেওয়ার পাশাপাশি মিষ্টি করে ‘হায়’ লিখেছেন ‘বাজীরাও’।
রণবীরের এই কমেন্ট দেখার পরেই নড়েচড়ে বসেছে নেটিজেনরা। বলি-তারকার এই মিষ্টি স্বভাব দেখে যে তাঁর ফ্যানেরা বেশ চমৎকৃত তাও স্পষ্ট ভাবে বোঝা গেছে তাঁদের করা সেইসব কমেন্ট দেখে। একজন তো মজা করে লিখেই দিয়েছেন, ‘ আরে এই ব্যাটা তো সবার কমেন্ট সেকশনেই থাকে’। অন্য আরও এক ফ্যান রণবীরের উদ্দেশে মজা করে হলেও বেশ ইঙ্গিতপূর্ণভাবে লিখেছেন, ‘ পরের নম্বরে কিন্তু আপনার। এইবার আমাদের ছোট্ট একটি রণবীর কিংবা ছোট্ট এক দীপিকা উপহার দিন’।
প্রসঙ্গত, রণবীর ছাড়াও বিরাট এবং ভামিকার এই ছবির প্রশংসায় মেতে উঠেছেন দিয়া মির্জা, সুনীল শেট্টি, রকুল প্রীত সিং, সানিয়া মির্জাদের মতো জনপ্রিয় ব্যক্তিত্বরা। উল্লেখ্য, নিজের পরিবারে নতুন সদস্য যোগ করার প্রসঙ্গে কথা বলতে মোটেই পিছিয়ে যাননি এই তারকা। নিজের নতুন ক্যুইজ শো-তে জানিয়েছেন আগামী ২-৩ বছরের মধ্যেই তিনি এবং তাঁর স্ত্রী দীপিকা যথাক্রমে বাবা ও মা হবেন।
For all the latest entertainment News Click Here