‘মেয়ের ফটো তুলবে না’, পাপারাৎজিদের সতর্ক করল বিরাট, ভামিকাকে আগলে অনুষ্কা
ক্যাপ্টেন্সি বিতর্ক নিয়ে তুমুল চর্চার মাঝেই বৃহস্পতিবার ভোরে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য রওনা দিলেন বিরাট কোহলি। এদিন এয়ারপোর্টে টিম ইন্ডিয়ার সঙ্গেই লেন্সবন্দি হন জাতীয় টেস্ট দলের অধিনায়ক। সঙ্গী স্ত্রী অনুষ্কা শর্মা, এবং ১১ মাসের শিশু কন্যা ভামিকা। আগামী ২৬শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টেস্ট সিরিজ।
ইতিমধ্যেই নেটদুনিয়ায় ফাঁস হয়েছে একাধিক ভি়ডিয়ো যেখানে দেখা যাচ্ছে এয়ারপোর্টে বাস থামামাত্রই তড়িঘড়ি নেমে আসেন বিরাট। সেখানে উপস্থিত ছবি শিকারিদের বিরাট স্পষ্ট জানান, ‘বেবি কা ফটো মত লেনা’ (মেয়ের ছবি তুলো না)। তাঁরাও পালটা আশ্বাস দেয়, ‘না, তুলব না’। এরপর দেখা যায়, বাস থেকে মেয়েকে কোলে নিয়ে নামছেন অনুষ্কা। কালো রঙা টপ আর প্যান্টে দেখা গেল বিরাট ঘরনিকে। মেয়ের কোলে ঘুমন্ত ভামিকা।
ভামিকার জন্মের আগেই অনুষ্কা স্পষ্ট জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়া থেকে মেয়েকে দূরে রাখতে চান তাঁরা। বিরাটের সঙ্গে সম্মিলিতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
চলতি বছর জানুয়ারিতেই মেয়ের মা হয়েছেন অনুষ্কা। মেয়েকে এক মুহূর্তও কাছছাড়া করতে রাজি নন বিরাট, তাই আবর আমিরশাহিতে আইপিএল হোক বা ইংল্যান্ড সফর কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ হামেশাই বিরাটের সঙ্গেই দেখা মিলেছে অনুষ্কা-ভামিকার। লন্ডনেই মেয়ের ছয় মাসের জন্মদিনও সেলিব্রেট করেছিলেন বিরুষ্কা।
দিন কয়েক আগেই চতুর্থ বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন এই তারকা দম্পতি। বিবাহবার্ষিকীতে বিরাটের উদ্দেশে মন ছোঁয়া বার্তাও পোস্ট করেছিলেন অনুষ্কা।
স্বামীর উদ্দেশে অনুষ্কা লেখেন, ‘সহজে কিছুতেই ছাড় নেই। ঘরবাঁধার কোনও শর্টকাট রাস্তা নেই। তোমার প্রিয় গানের শব্দগুলোকে মনেপ্রাণে বাঁচতে হবে। তোমার সম্পর্কের প্রতি নিষ্ঠাবান থাকতে হবে। দেখনদারিতে ভরা দুনিয়ায় তোমার মতো মানুষ হওয়াটা সহজ কাজ নয়, অনেক সাহস লাগে। ধন্যবাদ আমাকে অনুপ্রেরণা জোগানোর জন্য’। অনুষ্কার জীবনে দেখা সবচেয়ে নিরাপদ মানুষকে নিয়ে তিনি আরও লেখেন, ‘যখনই দরকার পড়েছে তুমি তোমার মন খুলে আমার কথা শুনেছো। একটা বিয়ে তখনই সফল হয় যখন সেই সম্পর্কে জড়িত দুটো মানুষের মধ্যে কোনও নিরাপত্তাহীনতা থাকে না। আমার দেখে সবচেয়ে নিরাপদ পুরুষ তুমি! যেমনটা আমি আগেই বলেছি, তাঁরা সৌভাগ্যবান যাঁরা তোমাকে জানবার সুযোগ পেয়েছে’।
২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল অনুষ্কা অভিনীত ‘জিরো’। তিন বছর ধরে রুপোলি পর্দা থেকে গায়েব তিনি, কিন্তু কোনও আক্ষেপ নেই তাঁর। ভামিকার মায়ের দায়িত্ব পালনেই এখন ব্যস্ত অনুষ্কা। সম্প্রতি জানা গিয়েছে ঝুলন গোস্বামীর বায়োপিক থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী।
For all the latest entertainment News Click Here