মেয়েদের পোশাক নিয়ে ট্রোল করা নারী-পুরুষকে শ্রমজীবী নারী দিবসের শুভেচ্ছা: ঊষসী
আজ আন্তর্জাতিক নারী দিবস বা International Women’s Day। প্রতি বছর ৮ মার্চ এই দিনটি উদযাপন করা হয়। সমাজের বিভিন্ন স্তরে নারীর অবদান, তাদের ভূমিকার প্রতি সম্মান জানাতেই এই দিনটি উদযাপন করা হয়। সারা বছরই মেয়েদের ক্ষমতায়নের নানা বিষয়ের ওপর পালন করা হয় বিশেষ কর্মসূচি।
তবে আজকের দিনে দাঁড়িয়েও কথা ওঠে নারী-পুরুষের সমান অধিকার নিয়ে। এছাড়া নারী নির্যাতন, বধূ নির্যাতন, বাল্য বিবাহের মতো সামাজিক রোগ সমাজের এক স্তরের মানুষের মধ্যে দেখা যায়। এমনকি সামাজিক মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ট্রোল, নানা কটূ মন্তব্য, পোশাক বিতর্কের শিকার হতে হয় নারীদের। এই প্রসঙ্গে নারী দিবসে মুখ খুললেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী।
এ দিন নেটমাধ্যমে সাহসী ছবি পোস্ট করেন সকলের প্রিয় ‘জুন আন্টি’। টুকটুকে লাল পা চেরা গাউনে ধরা দেন তিনি। চেয়ারে বসে রয়েছেন। ক্যাপশনে লেখা, ‘নিন এবার শুরু করে দিন……. অমুকের মেয়ে, তমুকের নাতনি পা বের করা জামা পড়েছে- এ মা ছি ছি! আপনাদের সুবিধার্থে জন্য আমিই শুরু করে দিলাম….. #selftroll #trending ইত্যাদি। বাই দ্য ওয়ে মেয়েদের পোশাক নিয়ে ট্রোল করা সকল নারী-পুরুষকে শ্রমজীবী নারী দিবসের শুভেচ্ছা।’
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় সাহসী পোশাকে ছবি পোস্টের বিভিন্ন সময় নানা কটাক্ষের মুখোমুখি হন ঊষসী। নারী দিবসে সামাজিক মাধ্যমে পোস্ট করে ট্রোলারদের তাই সপাটে জবাব নায়িকার। অভিনেত্রীকে সমর্থন জানিয়ে পোস্টে কারও মন্তব্য, ‘ক্যাপশনটা কড়া। দুর্দান্ত’, এক নেটিজেন লিখেছে, ‘লোকে অনেক কিছুই বলবে, লোকের কাজই বলা। নিন্দুকরা তাদের কাজ থেকে বিরত হন না, সেটা না করলে যে তাঁদের পেটের ভাত হজম হয় না। ম্যাম আপনাকে নারী দিবসের শুভেচ্ছা।’
For all the latest entertainment News Click Here