মেয়েকে কোলে নিয়ে জন্মদিনের উদযাপন দেবিনার, একরত্তির কী নাম রাখলেন বঙ্গতনয়া?
রবিবারই মেয়ের প্রথম ঝলক প্রকাশ্যে এনে তাঁর নাম ফাঁস করেছিলেন গুরমিত-দেবিনা জুটি। আর এবার মেয়ের সঙ্গে নিজের প্রথম জন্মদিন উদযাপনের ঝলক সামনে আলেন বঙ্গতনয়া দেবিনা। হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ দেবিনা। শোভাবাজারের মেয়ে দেবিনা মা হতে চলেছেন এমনটা প্রকাশ্যে এসেছিল গত ফেব্রুয়ারি মাসেই।
মাত্র দু-সপ্তাহ আগেই মেয়ের মা হয়েছেন দেবিনা। মা বাঙালি, বাবা পঞ্জাবি- মেয়ের কী নাম রাখলেন ‘গুরবিনা’ জুটি তা নিয়ে ফ্যানেদের মধ্যে বেশ উত্তেজনা ছিল। অবশেষে মেয়ের একদম ইউনিক নাম রেখেছেন তারকা দম্পতি। গুরমিত, দেবিনা তাঁদের মেয়ের নাম রেখেছেন লিয়ানা (Lianna)। রবিবার নিজের জন্মদিনটা চুটিয়ে এনজয় করলেন অভিনেত্রী। মেয়ের সঙ্গে ম্যাচিং পোশাকে ধরা দিলেন নতুন মা। সেলিব্রেশনের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এর চেয়ে বেশি আনন্দের আর কী হতে পারে? তোমার সঙ্গে টুইনিং করা আর জীবনের সব পরীক্ষায় জিতে যাওয়া। আমার সোনামণি লিয়ানাকে অনেক ভালোবাসা। ২০২২ সালের জন্মদিনটাই সেরা’।
ছবিতে একইরকম ফ্রক পরে দেখা গেল মা ও মেয়েকে। স্বামী গুরমিত এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কেক কেটে এই বিশেষ দিনটা উদযাপন করেন দেবিনা। গত ৩রা এপ্রিল মা হয়েছেন তিনি। এপ্রিলেই মা-মেয়ের জন্মদিন। তাই পার্টি তো বনতি হ্যায়!
২০১১ সালে বিয়ের বাঁধনে আটকা পড়েন গুরমিত-দেবিনা। এনডিটিভি ইমাজিনের ‘রামায়ণ’ সিরিয়ালের সুবাদে শুরু এই প্রেমের গল্প। সেখানে রাম-সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন এই জুটি। এরপর অনেকটা পথ পেরিয়ে চার হাত এক হওয়া। বিয়ের এক দশক পর তাঁদের কোল আলো করে এসেছে লিয়ানা।
ইতিমধ্যেই বেবি লিয়ানার জন্য একটি ইনস্টাগ্রাম পেজও খুলে ফেলেছেন এই তারকা দম্পতি। মাত্র একদিনেই লিয়ানার ফলোয়ার সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই।
For all the latest entertainment News Click Here