মেয়েকে আদুরে চুমু সইফের, সৎ মেয়ে সারার জন্মদিনে অদেখা ছবি পোস্ট করলেন করিনা
২৭-এ পা দিলেন অভিনেত্রী সারা আলি খান। আজ তাঁর জন্মদিন। সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের প্রথম সন্তান সারা। প্রাক্তন দম্পতির বিচ্ছেদের পর মায়ের কাছেই থাকেন সারা। তবে বাবা হিসেবে মেয়ের সমস্ত দায়িত্ব পালন করেছেন সইফ। সকাল থেকে নেটমাধ্যমে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী।
অনন্যা পাণ্ডে, অনুষ্কা শর্মা থেকে সারার সৎ মা করিনা কাপুর খানও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। শেষবার সারাকে অক্ষয় কুমার এবং ধনুশের সঙ্গে ‘আতরঙ্গি রে’ ছবিতে দেখা গিয়েছে। সইফ আলি খানের সঙ্গে খুদে সারার একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন করিনা। ক্যাপশনে লেখা, ‘শুভ জন্মদিন প্রিয় সারা। আজ তোমার জন্য আনলিমিটেড পিৎজ্জা এবং কেক।’
আরও পড়ুন: আমির, অক্ষয় থেকে শাহরুখ, ৯০-এর দশকে এই তারকাদের ছবি পিছু পরিশ্রমিক কত ছিল জানেন?
ছবিতে কমলা রঙের ফ্রক পরে সারাকে দেখা গিয়েছে। ডেনিম রঙের জিনস পরে খালি গায়ে সইফ। মেয়ে সারাকে আলতো চুমু এঁকেছেন বাবা সইফ। সারার জন্মদিনে ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন অনন্যা এবং অনুষ্কাও। দেখুন-
অভিনেত্রী জাহ্নবী কাপুর কেদারনাথ ট্রিপ থেকে সারার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন।
আরও পড়ুন: Brahmastra: ‘বনরাস্ত্র’ শাহরুখের ফার্স্ট লুক অনলাইনে ফাঁস? এই ভিডিয়ো ঘিরে শোরগোল
কিছুদিন আগেই বান্ধবী জাহ্নবী কাপুরের সঙ্গে ‘কফি উইথ করণ’-এ গিয়ে হাজির হয়েছিলেন সারা। সেখানেই অভিনেত্রীর পুরনো সম্পর্কের গল্প ফাঁস করে দেন করণ। পাহারিয়া পরিবারের দুই ছেলে বীর এবং শিখরের প্রেমে মজেছিলেন এই দুই নায়িকা। ধনী এবং রাজনৈতিক ক্ষমতাসম্পন্ন সেই পরিবারের দুই ছেলে সারা এবং জাহ্নবীর প্রাক্তন। বীর এবং শিখরের দাদু (মায়ের বাবা) সুশীল কুমার শিন্ডে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁদের বাবা সঞ্জয় পাহারিয়া নাম করা ব্যবসায়ী।
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক। ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে ডেবিউ করেন। এরপর ‘সিম্বা’ সহ একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন। নেটমাধ্যমে দারুণ জনপ্রিয় তিনি। অভিনয় এবং কাজের ব্যস্ততার ফাঁকে দারুণ ঘুরতে ভালোবাসেন সারা। নায়িকার সামাজিক মাধ্যমের পাতায় ভেসে ওঠে সেই ভিডিয়ো। কখনও কখনও তিনি মিনি ট্রাভেল ভ্লগও শেয়ার করেন। সদ্য আমেরিকা বেড়াতে গিয়েছিলেন তিনি।
সারাকে পরবর্তীতে অভিনেতা বিক্রান্ত ম্যাসির সঙ্গে পবন কৃপালানির ‘গ্যাসলাইট’য়ে অভিনয় করতে দেখা যাবে। ভিকি কৌশলের সঙ্গে লক্ষ্মণ উতেকার পরিচালিত একটি শিরোনামহীন ছবিও রয়েছে সারার হাতে।
For all the latest entertainment News Click Here