মেসি-সুয়ারেজ কি আবার একসঙ্গে খেলবেন! কীসের ইঙ্গিত দিলেন বার্সার প্রাক্তন তারকা
লিওনেল মেসি আগেই গিয়েছেন তবে কি এবার লুইস সুয়ারেজ! ইন্টার মায়ামিতে কি যোগ দিচ্ছেন বার্সার প্রাক্তন সতীর্থ? নাকি খেলা ছাড়ার জন্যই বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তি শেষ করলেন সুয়ারেজ? বিশ্ব ফুটবলে উরুগুয়ের এই তারকা ফুটবলারকে নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। বার্সেলোনার প্রাক্তন ফরোয়ার্ড লুইস সুয়ারেজকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি এবার ইন্টার মিয়ামিতে যোগ দেবেন? এর উত্তরে সুয়ারেজ বলেছিলেন যে তিনি এবং লিওনেল মেসি একসঙ্গে অবসর নেওয়ার স্বপ্ন দেখেন। সুয়ারেজ বলেন, ‘আমি নিশ্চিত যে ইন্টার মিয়ামি (আমার বর্তমান ক্লাব) গ্রেমিওর সঙ্গে কথা বলেছে। আমি বলতে পারি যে তারা আমার সঙ্গে কথা বলেনি।’ সুয়ারেজ ও মেসি এই জুটি একসঙ্গে ২৫৮টি ম্যাচ খেলেছেন এবং জুটিতে ৯৯টি গোল করেছে।
শোনা যাচ্ছে গ্রেমিওর সঙ্গে লুইস সুয়ারেজের চুক্তি দুই বছরের ছিল। সেই হিসাবে চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের ৩১ ডিসেম্বর। তবে কয়েক দিন আগেই শোনা গিয়েছিল যে, গ্রেমিওর সঙ্গে সুয়ারেজের চুক্তি শেষ হতে চলেছে চলতি বছরের ডিসেম্বরেই। এর পর থেকেই অনেকেই মনে করেন যে, সুয়ারেজ হয়তো বন্ধু লিওনেল মেসির ইন্টার মায়ামিতেই যাচ্ছেন। তবে সুয়ারেজ বলছেন, এই চুক্তি শেষের পর তিনি আর খেলবেন কি না, সেটাই নিশ্চিত নয়। তবে তাঁর সঙ্গে যে মায়ামি যোগাযোগই করেনি সে বিষয়ে মুখ খোলেন সুয়ারেজ।
হাঁটুর চোট সুয়ারেজকে অনেক বেশি ভোগাচ্ছে। সম্প্রতি শোনা গিয়েছিল, ব্যথার সঙ্গে আর পেরে উঠছেন না সুয়ারেজ। সে জন্যই নাকি অবসর নিয়ে ফেলার কথাই ভাবছেন বার্সেলোনার প্রাক্তন স্ট্রাইকার। তবে এই খবর ছড়ানোর পরও সুয়ারেজ মাঠে নেমে পড়েছেন। গ্রেমিওর হয়ে গোলও করেছেন। এরপরেই ক্লাব ছাড়ার কথা বলেন সুয়ারেজ। তিনি বলেন, ‘গ্রেমিওর সঙ্গে আমার চুক্তি শেষ হবে ডিসেম্বরে, ক্লাব আমার চাওয়ার সঙ্গে একমত হয়েছে। সেই কারণেই আমি কৃতজ্ঞ। আমি জানি না, আমি অন্য কোনও জায়গায় খেলব কি না, কারণটা সবাই জানে, আমার হাঁটুর চোট। আমি গ্রেমিওর সমর্থকদের বলব, কারণটা বিবেচনা করতে যে ৩৭ বছর বয়সি একজন ফুটবলার ছিল, যার হাঁটুতে অনেক যন্ত্রণা থাকার পরও সে সব সময় খেলেছে।’
চুক্তিটি এক বছর আগেই শেষ করেছেন কেন সুয়ারেজ? এর উত্তরে সুয়ারেজ বলেন, ‘শারীরিক অবস্থার কারণে আমার মনে হয় না আগামী বছর আমি পারফর্ম করে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চাহিদা, সেটা পূরণ করতে পারব। এই কারণে ক্লাবের সঙ্গে আমি এক বছর আগেই চুক্তি শেষ করার বিষয়ে কথা বলেছি।’ মায়ামি নিয়ে সুয়ারেজ বলেন, ‘আমি জানি ইন্টার মায়ামি গ্রেমিওর সঙ্গে কথা বলেছে, ক্লাব তাদের বলেছে আমার চুক্তি আছে। আমি শুধু বলতে পারি, ইন্টার মায়ামি আমার সঙ্গে কথা বলেনি।’ এবার প্রশ্ন হল যদি তেমনটাই হয় তাহলে মেসির সঙ্গে তিনি কীভাবে একসঙ্গে অবসর নেবেন। এরপরেই উঠছে নতুন প্রশ্ন। এর উত্তরের জন্য বিশ্ব ফুটবলকে আরও কয়েকটা মাস অপেক্ষা করতেই হবে।
For all the latest Sports News Click Here