মেসির শহর রোজারিওর রাস্তা যেন নীল-সাদা জনসমুদ্র!
অবিশ্বাস্য। রুদ্ধশ্বাস। অকল্পনীয়… যে শব্দই প্রয়োগ করা হোক না কেন তা দিয়ে সঠিক বর্ণনা করা যাবে না। ফ্রান্স বনাম আর্জেন্তিনা বিশ্বকাপ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ ড্র হয়। অতিরিক্ত সময়ে ফের ৩-৩ ড্র। খেলা গড়ায় ট্রাইবেকারে। জয় লাভ করে আর্জেন্তিনা। ফুটবলের জাদুকর মেসির হাতে বিশ্বকাপ ওঠায় উল্লাসে মেতে ওঠে গোটা বিশ্ব। লিওনেল মেসির নিজের শহর রোজারিওতে রাস্তা যেন জনসমুদ্র। ২৫ বছর বয়সী স্যান্টিয়াগো ফেরেরিস বলেন, ‘আমরা এটাই চেয়েছিলাম মেসি এবং পুরো দলের জন্য। আমরা চ্যাম্পিয়ন।’
আরও পড়ুন… Ban vs Ind: ছিটকে গেলেন তিন তারকা-দলে নাসুম, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের টিম ঘোষণা করল বাংলাদেশ
পেনাল্টি শুট আউটের সময় পুরো বিশ্বর মত রোজারিওর রাস্তা গুলো স্তব্ধ হয়ে যায়। ৪-২ গোলে জেতার পর উল্লাসে মেতে ওঠে আর্জেন্তিনার তৃতীয় বৃহত্তম শহর। জাতীয় পতাকা স্মৃতিসৌধের সামনে বের করতে থাকেন হাজার হাজার মানুষ। মেসি বিশ্বকাপ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই লোক আসতে শুরু করেন। উৎসবে মেতে উঠেছিল রোজারিও। সেখানে সন্ধ্যা পর্যন্ত তারা ভিড় জমিয়ে রেখেছিলেন। মেসি দুটি গোল করেন এবং অ্যাঞ্জেল ডি মারিয়া, যিনি একবার প্রতিদ্বন্দ্বী স্থানীয় দল রোজারিও সেন্ট্রালে খেলেছিলেন করেন একটি গোল।
সেন্ট্রাল এবং নেয়েলের মধ্যে স্থানীয় ফুটবল প্রতিদ্বন্দ্বিতা সরিয়ে রেখে আর্জেন্টিনার জয়ের উদযাপনে মেতে উঠেছিল। আর সেটা হবে নাই বা কেন। ৩৬ বছর ধরে যার জন্য অপেক্ষা। সেটা অবশেষে পেয়েছন তারা। তাই উচ্ছ্বাস করাটাই স্বাভাবিক।
আরও পড়ুন… FIFA WC 2022-এভাবে আমরাও নম্বর ১০ এর জন্য লড়েছিলাম, মেসির সঙ্গে সচিনকে জুড়লেন যুবি
‘এটা পাগলামি। সবাই উদযাপন করছে। আজকের সবচেয়ে সুন্দর মুহূর্ত এটা।’ কথাগুলো বলছিলেন বছর ২৬ এক যুবক জেরেমিয়াস রেগোলো। ২৮ বছর বয়সী মাইকেলা জুনকো বলেছিলেন যে এই জয়টি তার কাছে বিশেষ মনে হয়েছে কারণ এটি তার জীবনের প্রথম বিশ্বকাপ শিরোপা। জুনকো বলেন, ‘আর্জেন্তিনার জয়ের জন্য এটি একটি অবিশ্বাস্য অনুভূতি। পৃথিবীতে সেরা হওয়া কোনও টাকা দিয়ে বিচার করা যায় না সেটা অমূল্য।’
মেসি, ডি মারিয়ার খেলা অনুভব করছিলেন জুনকো। তিনি বলেন, ‘আমরা রোজারিও থেকে এসেছে। আমাদের এখানে রোজারিওতে সেরা খেলোয়াড় রয়েছে।’ একটি জয় মুদ্রাস্ফিততে জর্জরিত দেশের সমস্যাকে এক প্রকার ভুলিয়ে দিয়েছে। ২১ বছর বয়সী রদ্রিগো মেডিনা বলেন, ‘দেশে যা কিছু ঘটছে তার বাইরেও আর্জেন্তিনার এটা প্রাপ্য ছিল।রোজারিওর ছেলেরা সবসময় দেখিয়েছে যে তারা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’
For all the latest Sports News Click Here